কস্তুরবা গভর্নমেন্ট কলেজের সামনে উৎসুক জনতা। ছবি: সংগৃহীত।
পড়ুয়ারা হাতেকলমে রসায়ন শিক্ষার পাঠ নিচ্ছিলেন কলেজের ল্যাবরেটরিতে। হঠাৎই পর পর কয়েক জন অসুস্থ হয়ে পড়লেন!
শুক্রবার বিকেলে হায়দরাবাদের কস্তুরবা গভর্নমেন্ট কলেজে বিষাক্ত কোনও গ্যাস লিকের কারণেই অন্তত ২৫ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। তবে ঘটনার ‘কারণ’ সম্পর্কে নিশ্চিত হতে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি টিমকে বিকেলে পাঠানো হয়েছে কলেজে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় কস্তুরবা গভর্নমেন্ট কলেজের সামনে। স্থানীয় সূত্রের খবর, ২৫ জন পড়ুয়ার পাশাপাশি কলেজের ল্যাবের এক কর্মীও গ্যাস লিকের কারণে অসুস্থ হয়ে পড়েন। তবে কারও জীবনের আশঙ্কা নেই। সম্ভবত ল্যাবের গ্যাসের পাইপলাইন লিক করেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy