Advertisement
০৫ নভেম্বর ২০২৪

গেরুয়া উত্থানের চাপ! নবীন পট্টনায়ক মন্ত্রিসভায় বড়সড় রদবদল

ওড়িশায় তৃতীয়বার সরকার গঠনের তিন বছর পর প্রথম বার রাজ্য মন্ত্রিসভায় রদবদল আনলেন নবীন পট্টনায়ক। এক সঙ্গে ১০ নতুন মুখকে মন্ত্রিসভায় আনলেন তিনি। পাশাপাশি দুই প্রতিমন্ত্রীকে পদোন্নতি ঘটিয়ে পূর্ণ মন্ত্রী করা হয়েছে।

চাপ বাড়ছে নবীনের উপর। ছবি: পিটিআই।

চাপ বাড়ছে নবীনের উপর। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ১৬:১৪
Share: Save:

ওড়িশায় তৃতীয়বার সরকার গঠনের তিন বছর পর প্রথম বার রাজ্য মন্ত্রিসভায় রদবদল আনলেন নবীন পট্টনায়ক। এক সঙ্গে ১০ নতুন মুখকে মন্ত্রিসভায় আনলেন তিনি। পাশাপাশি দুই প্রতিমন্ত্রীকে পদোন্নতি ঘটিয়ে পূর্ণ মন্ত্রী করা হয়েছে।

নতুনদের সুযোগ দিতে শনিবার ওড়িশা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন ১০ জন। রবিবার রাজ্যপাল এস সি জমিরের সামনে শপথবাক্য পাঠ করেন নতুন মন্ত্রীরা।

নবীন পট্টনায়কের নেতৃত্বে ওড়িশায় টানা ১৭ বছর সরকারে আছে বিজেডি। এত দিন পর্যন্ত বিরোধী কংগ্রেস বা বিজেপির তেমন কোনও প্রভাব ছিল না রাজ্য রাজনীতিতে। হিসাবটা বদলাতে শুরু করে ফেব্রুয়ারির পঞ্চায়েত নির্বাচনের পর থেকে। নোটবন্দির পর প্রথম হওয়া গ্রামীণ নির্বাচনে বিস্ময়কর সাফল্য পায় বিজেপি। পাঁচ বছর আগের নির্বাচনের চেয়ে ২৭১টি আসন বেশি পায় গেরুয়া শিবির। সব থেকে বেশি আসন পেলেও প্রায় ২০০টি আসন হারায় বিজু জনতা দল। বিজেপি দু’নম্বরে উঠে আসে প্রবল ভাবে।


মন্ত্রিসভার নতুন সদস্যদের সঙ্গে নবীন। ছবি: পিটিআই।

রাজ্যে বিজেপি-র এই উত্থানের পর থেকেই চাপ বাড়তে থাকে নবীনের উপর। শীর্ষ নেতৃত্বে রদবদলের জন্যও চাপ আসতে থাকে। অবশেষ সেই রদবদল ঘটালেন নবীন। নতুন মুখের মধ্যে এস এন পাত্র, নীরঞ্জন পূজারী, প্রতাপ রাণা-সহ দশ জন মন্ত্রী হলেন। এঁরা প্রত্যেকেই দলের অন্যতম প্রবীণ নেতা। স্পিকার পদ থেকে ইস্তফা দেওয়া নীরঞ্জন পূজারী পূর্ণ মন্ত্রী হলেন। নতুন স্পিকার হলেন এত দিন স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে থাকা প্রদীপ আমাত।

আরও পড়ুন: পরের নিশানা ত্রিপুরা: অমিত

অন্য বিষয়গুলি:

Naveen Patnaik BJD BJP Odissa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE