Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Atal Bihari Vajpayee

অটলবিহারীর প্রয়াণে স্তব্ধ দেশ, ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের

অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে গোটা দেশ জুড়ে শোকের আবহ। রাজনৈতিক মতাদর্শের বাইরে বেরিয়ে সকলে অটলবিহারীর প্রয়াণে শোকস্তব্ধ। কে কী বললেন—

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ সারা দেশ।

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ সারা দেশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৮ ১৯:০৫
Share: Save:

অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে গোটা দেশ জুড়ে শোকের আবহ। তাঁর মৃত্যুতে ভারত সরকার ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। অটলবিহারীর প্রয়াণে কে কী বললেন—

রামনাথ কোবিন্দ: অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্ব দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞা ও বাগ্মিতা তাঁকে স্বাতন্ত্র্য দিয়েছিল, যার তুলনা শুধু তিনিই।

নরেন্দ্র মোদী: অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে একটা যুগের অবসান হল। দশকের পর দশক তিনি দেশের সেবা করেছেন। অটলজির প্রয়াণ ব্যক্তিগত ভাবে আমার কাছে অপূরণীয় ক্ষতি। আমার মতো বিজেপি-র এক জন কর্মকর্তার কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা। তাঁর তীক্ষ্ণ যুক্তিবোধ এবং গভীর মনন আমার চির দিন মনে থাকবে।

শেখ হাসিনা: উপমহাদেশের শান্তি রক্ষা ও উন্নতিতে ওঁনার অবদান ভোলার নয়। উনি বাংলাদেশের অত্যন্ত সম্মানিত বন্ধু। আমাদের স্বাধীনতা যুদ্ধে ওঁনার অবদান গুরুত্বপূর্ণ। আজ বাংলাদেশের খুব দুঃখের দিন।

রাহুল গাঁধী: দেশ তাঁর মহান সন্তানকে হারাল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কোটি কোটি ভারতবাসীর ভালবাসার এবং শ্রদ্ধার মানুষ ছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়: মহান রাষ্ট্রনেতা বাজপেয়ীজির মৃত্যু দেশের কাছে অপূরণীয় ক্ষতি। তাঁর সঙ্গে আমার জড়িয়ে আছে বহু ঘটনার স্মৃতি। তাঁর পরিবার এবং অনুগামীদের সমবেদনা জানাই।

অমিত শাহ: দলকে তিনি বটবৃক্ষে পরিণত করেছিলেন।

মুরলীমনোহর জোশী: তিনি প্রকৃত অর্থে জননায়ক ছিলেন।

প্রণব মুখোপাধ্যায়: বিরোধী হিসাবে যুক্তিবাদী সমালোচক এবং প্রধানমন্ত্রী হিসাবে তিনি ছিলেন সবাইকে সঙ্গে নিয়ে চলার মানুষ। তাঁর মৃত্যুতে যুগের অবসান হল।

রজনীকান্ত: আমি শোকাহত। বাক্‌‌রুদ্ধ।

লালকৃষ্ণ আডবাণী: ৬৫ বছরের এক বন্ধুকে হারালাম।

রাজনাথ সিংহ: এই গভীর বেদনা প্রকাশের ভাষা নেই। বাজপেয়ীজি ছিলেন অজাতশত্রু। তিনি স্বপ্ন দেখেছিলেন এক শক্তিশালী ভারত গড়ে তোলার, যে ভারতের আদর্শ হবে ঐক্য, অখণ্ডতা ও সম্প্রীতি।

আরও পড়ুন: ‘গীত নয়া গাতা হুঁ’ শুনুন বাজপেয়ীর সেই কণ্ঠস্বর

মনমোহন সিংহ: আধুনিক ভারতের মহান নেতা ছিলেন।

সীতারাম ইয়েচুরি: যদিও আমরা রাজনীতি ও আদর্শের প্রশ্নে একে অন্যের চরম বিরোধিতা করেছি, কিন্তু অটলবিহারী বাজপেয়ীজির সুন্দর স্বভাব, সৌজন্যবোধ এবং রাজনৈতিক নেতাদের নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা তাঁকে সকলের চেয়ে আলাদা করে রেখেছিল।

আরও পড়ুন: যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বাজপেয়ী

মার্কিন দূতাবাস, নয়াদিল্লি: অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র শোকাহত। ভারত-মার্কিন সম্পর্কের উন্নতিতে ওঁনার ভূমিকা গুরুত্বপূর্ণ। ওঁনার প্রধানমন্ত্রিত্বের সময়কালেই আমেরিকা ভারতের ‘স্বাভাবিক মিত্র’ হয়ে ওঠে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE