মোদী এবং মমতা। ফাইল চিত্র।
জন্মদিনে শুভেচ্ছা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছেন তিনি। দিন যখন শেষ হতে চলল তখন শুভেচ্ছা এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে। রাত পৌনে ১০টা নাগাদ নিজের টুইটার হ্যান্ডলে মোদী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁকে দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি।’
মোদী টুইট করার কয়েক মিনিট পরই সেই টুইটের জবাব দেন তৃণমূল সুপ্রিমো। মমতা লেখেন, ‘শুভেচ্ছার জন্য সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানায়।’
Thank you Hon'ble Prime Minister @narendramodi ji for your wishes. https://t.co/9PCA1vZHaK
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2022
গত বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলেন মোদী এবং মমতা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের জনসভা থেকে মমতাকে আক্রমণ করেছিলেন মোদী। তাঁর জবাব দিয়েছিলেন মমতা। সে সময় সুর করে মোদীর ‘দিদি’ সম্বোধন নিয়ে সমালোচনাও হয়েছিল বিস্তর। তার পর গঙ্গার উপর দিয়ে বয়ে গিয়েছে অনেক দল। বিধানসভায় বিপুল ব্যবধানে জয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেছেন মমতা।
মোদীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি জন্মদিনে শুভেচ্ছা প্রেরকদের একটি পৃথক টুইটে ধন্যবাদ জানিয়েছেন মমতা। সেখানে তিনি লিখেছেন, ‘দিনটিকে স্মরণীয় করার জন্য ধন্যবাদ।’ সেই টুইটে সমগ্র তৃণমূল পরিবারকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি।
I wholeheartedly thank everyone for their warm wishes on this day. Thank you for making it so memorable!
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2022
Special thanks to the entire @AITCofficial family. You give me energy to keep fighting everyday.
Let us vow to always serve our people in the best possible way. Stay safe!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy