প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল ছবি।
ভোটমুখী মহারাষ্ট্রে বিশ্বকর্মা যোজনা সংক্রান্ত একটি প্রদর্শনী ও নতুন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে তফসিলি জাতি, জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিকে উন্নয়নের সঙ্গে যুক্ত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে কংগ্রেস ও উদ্ধবপন্থী শিবসেনার নেতৃত্বাধীন মহাবিকাশ আগাড়ির পুরনো রাজ্য সরকারকে আক্রমণ করে বললেন, এই সম্প্রদায়গুলিকে অবহেলা করে প্রগতির পথ থেকে অনেক পিছনে ঠেলে দেওয়া হয়েছে। তাঁর দাবি, বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তফসিলি ও অনগ্রসর শ্রেণির কারিগরদের উন্নতিতে দৃষ্টি দিয়েছে কেন্দ্র তথা বিজেপি সরকার।
মোদীর দাবি, বিশ্বকর্মা উদ্যোগে কারিগরদের ঋণ ও নতুন যন্ত্র দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘আগের সরকার বিশ্বকর্মা কারিগরদের প্রতি নজর দিলে অনেক এগিয়ে যেত রাজ্য। কংগ্রেস এবং তার জোটসঙ্গীরা তফসিলি জাতি, জনজাতি এবং ওবিসি-র উন্নয়নে বাধা দিয়েছে। নাম না করে মহাবিকাশ আগাড়ির কড়া সমালোচনা করে মোদী বলেন, ‘‘বিদর্ভ অঞ্চলে তুলোচাষিদের সঙ্কট এবং মহারাষ্ট্রের সার্বিক উন্নতিতে বাধার জন্য এই জোটই দায়ী।’’ আজকের অনুষ্ঠানে ১৮টি ভিন্ন পেশার ১৮ জনকে ঋণ দান করেন মোদী। বলেন, ‘‘২০১৪ সালের পরে বিজেপির নেতৃত্বাধীন সরকার অনেকগুলি সিদ্ধান্ত নেয়। কিন্তু ২০১৯ সালে মহাবিকাশ আগাড়ি সরকার ক্ষমতায় এসে সব বন্ধ করে। কংগ্রেস এবং তার বন্ধুরা কৃষকদের ধ্বংস করেছে। তাদের আর একটাও সুযোগ দেওয়া উচিত নয়। এটা গান্ধীর তৈরি কংগ্রেস নয়। দেশভক্তি শিকেয়, শুধু ঘৃণার প্রচারই তাদের কাজ।’’
এর পরই তাঁর প্রিয় অস্ত্র ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-ও প্রয়োগ করেছেন মোদী। তাঁর মন্তব্য, ‘‘আজকের কংগ্রেসের ভাষার ব্যবহার দেখুন। তারা নিজেদের জাতীয়তাবাদ-বিরোধী কর্মসূচি বাইরেও ছড়িয়ে দিচ্ছে। সমাজে বিভাজনের কথা বলছে, দেশকে ভাঙতে চাইছে। কংগ্রেসের রাজপরিবার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy