হায়দরাবাদে মেট্রো সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।
দীর্ঘ প্রতীক্ষার পর মেট্রো রেল পেল হায়দরাবাদ। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর সঙ্গে শহরের প্রথম মেট্রো সফরে ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-সহ একাধিক সরকারি কর্তা।
হায়দরাবাদ মেট্রো রেলওয়ে সূত্রে খবর, প্রথম দফায় প্রায় ৩০ কিলোমিটার জায়গা জুড়ে চলবে মেট্রো। শহরের মিয়াপুর থেকে নাগোল পর্যন্ত মোট ২৪টি স্টেশন থেকে প্রতি দিন প্রায় ১৭ লক্ষ যাত্রী এই পরিষেবার আওতায় আসবেন বলে আশা করছেন মেট্রো কর্তৃপক্ষ।
তেলঙ্গানার প্রযুক্তিমন্ত্রী কে টি রামা রাও জানিয়েছেন, আপাতত সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চললেও ভবিষ্যতে যাত্রী চাহিদা অনুযায়ী এর সময় বাড়ানো হবে। প্রাথমিক ভাবে মেট্রোর টিকিটের দাম রাখা হয়েছে ১০-৬০টাকা।
&
#WATCH PM Modi, along with Telangana CM KC Rao & Guv ESL Narasimhan, takes a ride in the newly inaugurated #HyderabadMetro pic.twitter.com/xLMtrTkGYO
— ANI (@ANI) November 28, 2017
২০১২ সালের জুলাই থেকেই এই কাজ শুরু হয়ে গিয়েছিল। তবে নির্দিষ্ট সময় অর্থাৎ চলতি বছরের জুনে মেট্রোর কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি-জটে তা আটকে যায়। পিপিপি মডেলে তৈরি এই প্রকল্পের প্রথম দফায় মোট খরচ হয়েছে ১৪ হাজার ১৩২ কোটি টাকা।
আরও পড়ুন
পুলিশে চাকরি পেলেন অমিতাভ মালিকের স্ত্রী
স্ত্রী ব্যক্তিগত সম্পত্তি নন, হাদিয়াকে জানাল সুপ্রিম কোর্ট
‘পদ্মাবতী’ নিষিদ্ধ নয়, মুখ্যমন্ত্রীদের তিরস্কার করে ফের জানাল সুপ্রিম কোর্ট
হায়দরাবাদেই এ দিন সন্ধ্যায় শুরু হবে বিশ্ব উদ্যোগপতি সম্মেলন। সে কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ গোটা বিশ্বের নজর রয়েছে হায়দরাবাদের দিকে।” বিজেপি শাষিত রাজ্য না হলেও তেলঙ্গানা সরকারকে কেন্দ্রের সব রকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy