Advertisement
২২ নভেম্বর ২০২৪
Nirmala Sitharaman

বাজেটের বাইরে ১ লক্ষ ৪৮ হাজার কোটি টাকা খরচ! নির্মলার যুক্তি, ‘যুদ্ধের জের’

বাজেট অতিরিক্ত খরচের মধ্যে গত অর্থবর্ষে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ হয়েছিল শহরের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে। প্রায় ৩০ হাজার কোটি টাকা।

Narendra Modi Government seeks Parliament nod for net additional spending of over Rs 1.48 lakh crore in current fiscal

বাজেট বরাদ্দের বাইরে খরচের জন্য সংসদের অনুমতি চাইলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৭:৩৯
Share: Save:

ইউক্রেন যুদ্ধের কারণে বেড়ে গিয়েছে নানা পণ্যের আমদানির খরচ। এই পরিস্থিতিতে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি অর্থ বছরে বাজেট অতিরিক্ত মোট ১ লক্ষ ৪৮ লক্ষ কোটি টাকা ব্যয় বরাদ্দের জন্য সংসদের অনুমতি চেয়েছেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, এর মধ্যে সরকারি কোষাগার থেকে খরচ হবে প্রায় ১ লক্ষ কোটি টাকা। বাকি টাকা আসবে সরকারের সাশ্রয় থেকে। সরকারি সূত্রে জানা গিয়েছে, মূলত যুদ্ধের আবহে সার, গ্যাস এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কোষাগার থেকে অতিরিক্ত বরাদ্দ করতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে। প্রসঙ্গত, গত বছরও কোভিড পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া এবং যুদ্ধ পরিস্থিতিতে বাড়তি ব্যয় সামাল দেওয়ার জন্য সংসদের কাছে বাজেট অতিরিক্ত ১ লক্ষ ৫৮ লক্ষ কোটি টাকা ব্যয় বরাদ্দের অনুমতি চেয়েছিল মোদী সরকার।

বাজেট অতিরিক্ত খরচের মধ্যে গত অর্থবর্ষে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ হয়েছিল শহরের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে। প্রায় ৩০ হাজার কোটি টাকা। গরিব, কম আয়ের পরিবারের বাড়ি কেনায় ঋণে ভর্তুকি দেওয়ার জন্য এবং গরিবদের আবাসন তৈরির জন্য পুরনো ঋণ শোধে এই খরচ হয়। গ্রামের প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্যও রাজ্য সরকারকে অনুদানের জন্য প্রায় ৮,৩৫০ কোটি টাকা ব্যয়ের কথা জানানো হয় সংসদকে। কোভিডের টিকাকরণের জন্য রাজ্যগুলিকে আর্থিক সাহায্য করতে ১৪ হাজার কোটি টাকা বাড়তি ব্যয়ের কথা জানিয়েছিলেন সীতারামন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy