Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Mallikarjun Kharge

‘আপনি বলেছিলেন ভারতে জন্ম লজ্জার’! রাহুলকাণ্ডের জেরে মোদীকে পুরনো কথা মনে করালেন খড়্গে

২০১৫ সালের মে মাসে চিন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘‘এক বছর আগেও ভারতীয় হিসেবে পরিচয় দিতে লজ্জা হতো।’’ তা নিয়ে বিতর্ক হয়েছিল সে সময়।

Congress president Mallikarjun Kharge reminds PM Narendra Modi of China and South Korea speeches

বিদেশ সফর গিয়ে নরেন্দ্র মোদীর বিতর্কিত মন্তব্য মনে করিয়ে দিলেন মল্লিকার্জুন খড়্গে। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৫:৫০
Share: Save:

আত্মরক্ষা নয় প্রতিআক্রমণ। লন্ডন সফরে রাহুল গান্ধী ‘দেশকে অপমান’ করেছেন বলে বিজেপি শিবিরের তোলা অভিযোগের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু পুরনো বক্তব্য মনে করিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। সোমবার ধারাবাহিক টুইটারে মোদীকে নিশানা করেছেন কংগ্রেসের দলিত নেতা।

একটি টুইটে তিনি লিখেছেন, ‘‘আমি চিন সফরে আপনার করা মন্তব্য মনে করিয়ে দিতে চাই। আপনি বলেছিলেন, আগে আপনি ভারতীয় হয়ে জন্মগ্রহণ করতে লজ্জা বোধ করতেন। এখন আপনি দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত বোধ করছেন। সেই মন্তব্য ভারত এবং ভারতীয়দের অপমান ছিল না? আপনার মন্ত্রীদের স্মৃতিশক্তি একটু জোরাল করতে বলুন।’’

প্রধানমন্ত্রী হওয়ার এক বছর পরে, ২০১৫ সালের মে মাসে চিন এবং দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছিলেন মোদী। চিনে তিনি বলেন, ‘‘এক বছর আগেও ভারতীয় হিসেবে পরিচয় দিতে লজ্জা হতো।’’ সে সময় কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স-সহ একাধিক বিরোধী দল প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনার দাবি তুললেও তাতে কর্ণপাত করেননি বিজেপি নেতৃত্ব।

সেই প্রসঙ্গ তুলে অন্য একটি টুইটে খড়্গে লিখেছেন, ‘‘দক্ষিণ কোরিয়ায় গিয়ে আপনি বলেছিলেন, একটা সময় ছিল যখন মানুষ মনে করতেন যে তাঁরা তাঁদের পূর্বজন্মে কী পাপ করেছিলেন, যার পরিণামে ভারতে জন্ম নিতে হয়েছিল। সত্যের আয়নায় মুখ দেখুন।’’

লন্ডন সফরে মোদী সরকারের সমালোচনা করে রাহুল ‘ভারতের অপমান’ করেছেন বলে সোমবার অভিযোগ সংসদে সরব হন বিজেপি সাংসদেরা। কংগ্রেস শিবিরের জবাব, শুধু চিন বা দক্ষিণ কোরিয়া নয়, অতীতে কানাডা, পশ্চিম এশিয়া সফরে গিয়েও পূর্বতন ইউপিএ সরকারের সমালোচনা করেছেন মোদী। এমনকি, ২০১৫-র অগস্টে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত বাণিজ্য সম্মেলেন পূর্বতন মনমোহন সিংহ সরকারকে নিশানা করে মোদী বলেছিলেন, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে আমি একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাহীন এবং অলস সরকারের উত্তরাধিকারী হয়েছি।’’

অন্য বিষয়গুলি:

Mallikarjun Kharge Rahul Gandhi Narndra Modi Congress BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy