Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Narendra Modi

রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন নরেন্দ্র মোদী

রাশিয়ার দূতাবাস সূত্রে টুইট করে বলা হয়, দু’দেশের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, রাশিয়া এবং ভারতের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কাজে নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আর সে কারণেই তাঁকে ১২ এপ্রিল এই সম্মান প্রদান করা হল।

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৮:১৬
Share: Save:

এক মাসে দুটো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে আন্তর্জাতিক সম্মানের আরও একটা পালক জুড়ল। এ বার রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসেল’ পেলেন নরেন্দ্র মোদী। ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকার নেওয়ার জন্য বৃহস্পতিবারই মোদীকে এই সম্মান দেওয়া হয়।

রাশিয়ার দূতাবাস সূত্রে টুইট করে বলা হয়, দু’দেশের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, রাশিয়া এবং ভারতের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কাজে নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আর সে কারণেই তাঁকে ১২ এপ্রিল এই সম্মান প্রদান করা হল।

রাশিয়ার পুরাতন ও ঐতিহ্যবাহী সম্মান ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসেল’। সেন্ট অ্যান্ড্রুর সম্মানে ১৬৯৮ সালে এই সম্মান চালু হয়। রাশিয়ার ঐতিহ্য, গৌরবকে তুলে ধরতে বিজ্ঞান, সংস্কৃতি, কলা-সহ নানা বিভাগে ব্যতিক্রমী ভূমিকার জন্য মূলত এই সম্মান দেওয়া হয়। রাশিয়ায় বিদেশি কোনও ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যও এই সম্মান দেওয়া হয়। এ বছরেরই ২৮ মার্চ এই সম্মান পেয়েছেন রাশিয়ার ‘ফেডারেশন কাউন্সিল অব দ্য ফেডেরাল অ্যাসেম্বলি’র চেয়ারপার্সন ভ্যালেন্তিনা ম্যাটভিয়েঙ্কো। এ বার সেই সম্মান পেলেন নরেন্দ্র মোদী।

রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ দিনের। তা সে কূটনীতি হোক বা অর্থনীতি, প্রতিরক্ষা বিষয়ক— সব ক্ষেত্রেই বরাবর সুসম্পর্ক বজায় রেখে এসেছে দুই দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কও যথেষ্ট ভাল। বেশ কয়েক বার দু’জনের সাক্ষাত্ হয়েছে। আলোচনা হয়েছে দু’দেশের উন্নতি ও অগ্রগতি নিয়েও। মোদী জমানায় দু’দেশের সম্পর্ক আরও মজবুত হয়েছে।

আরও পড়ুন: সোনা কাণ্ডে রাজ্য সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের, ‘খুব গুরুতর’, বলল শীর্ষ আদালত

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মোদী ছাড়াও বিদেশি হিসেবে এই সম্মান পেয়েছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েব এবং আজারবাইজানের প্রেসিডেন্ট গেদার অ্যালিয়েভ।

দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এ মাসেই আরও একটি আন্তর্জাতিক সম্মান পান মোদী। সংযুক্ত আরব আমিরশাহি এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে তাঁর ভূমিকার জন্য আমিরশাহির সর্বোচ্চ অসামরিক সম্মান ‘জায়েদ মেডেল’ পান মোদী।

অন্য বিষয়গুলি:

Narendra Modi Russia Highest Civilian Award
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE