—ফাইল চিত্র।
তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার জন্য আগামী বুধবারই সম্মতি দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার, ২৪ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে সরকারি সূত্রের খবর। রবিবার সরকারি সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
এএনআই সূত্রে খবর, বুধবারের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সঙ্কেত পাওয়া গেলে কৃষি আইনগুলি প্রত্যাহারের জন্য সংসদের শীতকালীন অধিবেশনে তা নিয়ে বিল পেশ করা হতে পারে।
Union Cabinet is likely to take up on Wednesday, 24th Nov the withdrawal of the three #FarmLaws for approval. The Bills for withdrawal of the laws shall then be introduced in the forthcoming Parliament session: Govt of India Sources
— ANI (@ANI) November 21, 2021
প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরে কৃষি আইন চালু করার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। তিনটি আইন প্রত্যাহারের দাবিতে বছরখানেক ধরে আন্দোলনে অনড় কৃষক ইউনিয়নগুলি। অবশেষে শুক্রবারই তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানালেও নিজেদের আন্দোলনে এখনও অনড় কৃষক নেতারা। সংযুক্ত কিসান মোর্চার ছাতার তলায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের দাবি, কৃষি আইনগুলি প্রত্যাহারের জন্য আইনমাফিক পদক্ষেপ করতে হবে। পাশাপাশি, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-সহ কৃষি আইনগুলির একাধিক বিষয়ে দাবিদাওয়া নিয়ে আলোচনা বাকি রয়েছে। রবিবার এ বিষয়ে নিজেদের মধ্যে বৈঠকেও বসবেন কৃষক নেতারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy