রাতের আকাশে আলোর এই বিন্দু ঘিরে বাড়ছে রহস্য। ছবি সৌজন্য টুইটার।
লখনউয়ের আকাশে আচমকাই আলোর মেলা ঘিরে রহস্য বাড়ছে। সোমবার সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ হঠাৎই একসঙ্গে একাধিক আলো এক লাইনে ভেসে ভেসে এগিয়ে যেতে দেখা যায়। রাতের আকাশে ৫১টি রহস্যময় ওই আলো ঘিরে কৌতূহল বাড়ছে নেটাগরিকদের। আলোর এই বিন্দু দেখা গিয়েছে মাহিলাবাদে।
তা হলে কী ওই আলোর রেখা কোনও ভিন্গ্রহীদের যান? এক ঝলকে দেখেই মনে হবে আকাশে যেন কোন ট্রেন চলছে। আলোর রেখা নিয়ে যখন চতুর্দিকে জোর চর্চা চলছে, তখন সেনার এক সূত্রে দাবি করা হয়, এগুলি কোনও রহস্যময় আলো নয়। এমনকি, কোনও ভিন্গ্রহীদের যানও নয়।
After August 13 2002, where mysterious attacks went for 3-4 months, by insectiod electric robots like creatures blinking lights in night at state of #UttarPradesh They're back straight at capital Lucknow on September 12, after two decades I guess! #ET Most of us have camera now. pic.twitter.com/WdFd7nBQfr
— Anivesh Pant (@versatileastute) September 12, 2022
তা হলে?
ওই সূত্র দাবি করেছে, এগুলি কৃত্রিম উপগ্রহের আলো। গত ৪ সেপ্টেম্বর ইলন মাস্কের স্পেসএক্স-এর মাধ্যমে কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে ৫১টি ‘স্টারলিঙ্ক’ উপগ্রহ মহাকাশে পাঠানো হয়। এই আলোর বিন্দুগুলি উপগ্রহের কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভিন্গ্রহীদের তত্ত্ব খারিজ করেছেন গুজরাত কাউন্সিল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা নরোত্তম শাহুর দাবি, পৃথিবীর নিম্নকক্ষ দিয়ে কোনও উপগ্রহ যাওয়ার সময়ই এই দৃশ্য ধরা পড়েছে।
২০২১ সালেও একই রকমের রহস্যময় আলো দেখা গিয়েছিল পঞ্জাবের পঠানকোটের আকাশে। ওই বছরেই জুনে গুজরাতের জুনাগড়ে রহস্যময় আলো দেখতে পান স্থানীয়রা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy