এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৩০
লকডাউনে বাণিজ্যনগরীর যানবাহনশূন্য রাজপথ ভেসে যাচ্ছে বাতির আলোয়। ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলস্টেশনের এই অচেনা চেহারা সম্ভবত আগে দেখেননি কোনও মুম্বইবাসী।
০২৩০
গেটওয়ে অব ইন্ডিয়ায় আজ পায়রাদেরই রাজত্ব। অন্য সময় মানুষের সঙ্গে জায়গা ভাগাভাগি করে নিতে হয় ওদের। কিন্তু নেই ওদের সামনে ছড়িয়ে থাকা দানার রাশি। খাবার যাঁরা দেবেন, তাঁরা আজ চার দেওয়ালের ভিতর বন্দি।
০৩৩০
লকডাউনে স্তব্ধ গিরগাঁও চৌপট্টির নিঃসঙ্গ সৈকতে জরুরি পরিষেবার দুই কর্মী।
০৪৩০
গিরগাঁও চৌপট্টির সৈকতেই লকডাউনের অন্য এক সকালে মেলা বসেছে পাখিদের।
০৫৩০
কিন্তু লকডাউন মানেই পটে আঁকা শান্ত ছবি নয়। এর মধ্যেও জীবনযুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অবকাশ নেই অনেকেরই। নিরাপদ দূরত্ব বজায় রেখে বসেছেন সব্জি বিক্রেতারা। অপেক্ষা ক্রেতার।
০৬৩০
যতটা সম্ভব সুরক্ষা আর সতর্কতার বলয়ে নিজেদের ঢেকে নিয়েছেন সাধারণ মানুষ।
০৭৩০
এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও নতুন দিনের অপেক্ষায় থাকে মানুষ। নবি মুম্বইয়ের ভাসি অঞ্চলে সমুদ্রের খাঁড়ির পাশে সূর্যাস্তের সাক্ষী এক যুবক। অস্তগামী সূর্যের পাশাপাশি তার সঙ্গী বাসায় ফেরা পাখির দল। দূষণের মাত্রা কমে যাওয়ায় ছেঁড়া মেঘের গায়ে সূর্যের রং যেন রূপকথার ছবি।
০৮৩০
আবার অসংখ্য অসহায় মুখের সামনে স্তব্ধ জীবন মানে রূপকথা নয়, বরং কর্কশ সত্যি। বয়স আর দারিদ্রের ভারে ঝুঁকে পড়া বৃদ্ধার সম্বল স্বেচ্ছাসেবী সংস্থার দেওয়া খাবার আর মাস্ক।