Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Mukesh Ambani

মন্দিরে বাগদান মুকেশ অম্বানীর পুত্রের, টুইটারে সেই ছবি আসতেই প্রশ্ন উঠল, এ কোন অনন্ত!

রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজি মন্দিরে অনুষ্ঠিত হল রিল্যায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের বাগদানের অনুষ্ঠান ‘রোকা’।

অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের সম্পর্ক বেশ কয়েক বছরের।  তাঁদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনন্তের সুস্বাস্থ্যের কামনাও করেছেন অনেকে।

অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের সম্পর্ক বেশ কয়েক বছরের। তাঁদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনন্তের সুস্বাস্থ্যের কামনাও করেছেন অনেকে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১৮:২৮
Share: Save:

রাজস্থানের মন্দিরে কনিষ্ঠপুত্র অনন্ত অম্বানীর বাগদানের অনুষ্ঠান করলেন গুজরাতের ব্যবসায়ী তথা রিল্যায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ অম্বানী। তবে সেই ছবি টুইটারে আসতেই চমকে গেলেন নেটাগরিকরা। অম্বানী-পুত্রের ছবি দেখে তাঁদের অনেকেই প্রশ্ন তুলেছেন, এ কোন অনন্ত! এঁকে তো চেনাই যাচ্ছে না।

বৃহস্পতিবার ছিল অনন্ত এবং তাঁর প্রেমিকা রাধিকা মার্চেন্টের ‘রোকা’ অনুষ্ঠান। অম্বানী পরিবার সেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজির মন্দিরে। ঐতিহ্য মেনে গুজরাতি রীতিতে অনন্ত-রাধিকার বাগদান সম্পন্ন হয়। তবে সেই অনুষ্ঠানের কোনও ছবি অম্বানী পরিবারের তরফে প্রকাশ করা হয়নি। পরে একটি সংবাদ মাধ্যম মারফৎ সুসজ্জিত মন্দির চত্বরে অনন্ত আর রাধিকার ছবি প্রকাশ্যে আসে। ওই ছবি নিয়েই শুরু হয়েছে নানারকম আলোচনা।

ছবিতে গাঢ় নীল পাঞ্জাবিতে অনন্ত এবং গোলাপি পোশাকে রাধিকাকে দেখা যাচ্ছে। তবে টুইটার ব্যবহারকারীরা অবাক হয়েছেন, অনন্তের চেহারা দেখে। একদা মেদ ঝরিয়ে ঝকঝকে চেহারার বানিয়ে ফেলা অনন্ত ছবিতে অতি পৃথুল। আবার ফিরে গিয়েছেন তাঁর পুরনো চেহারাতে!

একবারে ১০৮ কেজি ওজন ঝরিয়ে ফেলে খবরের শিরোনামে এসেছিলেন মুকেশ-পুত্র অনন্ত। তাঁর ছিপছিপে চেহারা দেখে মুগ্ধ হয়েছিল দেশ। সেই অনন্তকে আবার পুরনো অবতারে দেখে অনেকে সমালোচনাও করেছেন ছবির মন্তব্য বিভাগে।

প্রসঙ্গত, অনন্ত রিল্যায়েন্সের জ্বালানি শক্তি ব্যবসার মাথায় রয়েছেন এখন। তাঁর পড়াশোনা আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে। অন্য দিকে, শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা একজন পেশাদার নৃত্যশিল্পী। দু’জনেই বেশ কয়েকবছর ধরে চেনেন পরষ্পরকে। পরে সেই পরিচিতি সম্পর্কে গড়ায়। অবশেষে দু’জনের একসঙ্গে চলার সূচনা হল বৃহস্পতিবার।

তবে টুইটার ব্যবহারকারীরা অনন্তের চেহারা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, তাঁর সুস্বাস্থ্যেরও কামনা করেছেন।

অন্য বিষয়গুলি:

Mukesh Ambani Anant Ambani Radhika Merchant Reliance Industries
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy