এই ছবি ঘিরেই তোলপাড় শুরু হয়েছে নেটমাধ্যমে।
মুখে অক্সিজেন মাস্ক। পাশে রাখা অক্সিজেন কনসেনট্রেটর। সেই অবস্থাতেই রান্না করে চলেছেন মহিলা। সম্প্রতি এমনই এক ছবি ঘিরে তোলপাড় নেটমাধ্যম। ছবির ক্যাপশনে লেখা, ‘শর্তহীন ভালবাসা= মা, তাঁর কোনও ছুটি নেই’।
ছবিটি সত্য কি না তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কারণ প্রথমত, বাইরে থেকে অক্সিজেন নিতে হচ্ছে যাঁকে, তিনি শারীরিক ভাবে অত্যন্ত দুর্বল। এই অবস্থায় তাঁর পক্ষে দাঁড়িয়ে রান্না করা সম্ভব নয়। দুই, ছবিতে দেখা যাচ্ছে আগুনের কাছেই রাখা রয়েছে অক্সিজেন কনসেট্রেটর। সেটিও খুব বিপজ্জনক। ছবিটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডিজিটাল। তবে ছবির সত্যাসত্য যাই হোক না কেন, এর বিষয়বস্তু নিয়ে তোলপাড় নেটমাধ্যম।
এক নেটাগরিকের প্রশ্ন, ‘অসুস্থতার জন্য একটি দিনও কাজ থেকে ছুটি পান না মায়েরা এমন কতগুলো পরিবার রয়েছে ভারতে?’ আর একজনের স্পষ্ট মত, ‘এটাকে ভালবাসা বলে না। সামাজিক পরিকাঠামোর ঘেরাটোপে এটা আসলে দাসপ্রথা।’ আর একজনের বিরক্তিকর প্রত্যুত্তর, ‘যিনি ছবিটি তুলেছেন, তিনি ছবি তুলতে পারছেন আর রান্নাঘরের কাজ করতে পারছেন না। মাকে বিশ্রাম নিতে দিন। রান্নাকরা তাঁর কর্তব্য নয়।’ অনেকে বলছেন, ছবিটি সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে। যিনি এমন ছবি বানিয়েছেন, তাঁর চিন্তাধারা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক নেটাগরিক।
How many homes in India have mothers not getting sick leave?
— Chinmayi Sripaada (@Chinmayi) May 21, 2021
Not sure if this lady is actually cooking with an oxygen cylinder near the gas stove (!) but even if it is fictional
Can this unconditional love trope that forces women to not take rest stop already? pic.twitter.com/jZLMVvKdV9
This is not love. This is slavery in the name is social structure. இதுக்கு நாம வெக்கப்படணும் சென்றாயன் pic.twitter.com/W72ZdlEhtc
— Naveen Mohamedali (@NaveenFilmmaker) May 21, 2021
Wtf is wrong with the child who is posting this on SM.. if they are old enough to post, they are old enough to help out in the kitchen. Let the mother rest, also cooking isnt her duty.
— Manisha (@mypoint_24) May 21, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy