শ্রদ্ধা। বি আর অম্বেডকরের ১২৫তম জন্মবার্ষিকীতে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। -পিটিআই
এক দিকে রোহিত ভেমুলার আত্মহত্যার পরে ওঠা ঝড়, অন্য দিকে জমি আর কৃষকদের স্বার্থ রাখতে সরকারের চরম ব্যর্থতার অভিযোগ। বিরোধীদের সাঁড়াশি আক্রমণ ঠেকাতে মরিয়া নরেন্দ্র মোদী আঁকড়ে ধরলেন দলিত মসিহা বি আর অম্বেডকরকে। আজ অম্বেডকরের ১২৫তম জন্ম বার্ষিকীতে দেশের তিনটি রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছিলেন মোদী। সেখানে দলিত ও কৃষকদের নিয়ে যে সব কথা বলেছেন বা প্রকল্পের ঘোষণা করেছেন তিনি, তা এক কথায় সরকারের গভীর ক্ষতে প্রলেপ দেওয়ার মরিয়া চেষ্টা।
মোদী ঝড় থামিয়ে দেওয়া দিল্লি ও বিহারের ভোটের ফলাফল বুঝিয়ে দিয়েছে, সরকারি কাজের সুফলের যাবতীয় দাবি মানুষের কাছে পৌঁছচ্ছে না। উল্টে দু’টি বিষয় মোদীকে প্রবল চাপে ফেলেছে। এক, ভেমুলার আত্মহত্যায় কেন্দ্রীয় মন্ত্রীদের নাম জড়ানো এবং সরকারের দলিত বিরোধী ভাবমূর্তি তুলে ধরতে বিরোধী দলগুলির এক মঞ্চে আসা। দুই, জমি বিল নিয়ে মোদী সরকারকে কংগ্রেসের আক্রমণ। ‘স্যুট বুটের সরকার’ তকমা দেওয়া।
এই প্রেক্ষাপটে দরজায় কড়া নাড়ছে উত্তরপ্রদেশের ভোট— বিহারের ভরাডুবির পরে যা মোদীর কাছে সম্মানের লড়াই। এই চাপের মধ্যেই আজ অম্বেডকরের শরণ নিলেন মোদী। আজই বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছে ভেমুলার পরিবার! আর মোদী পৌঁছে যান অম্বেডকরের জন্মস্থান মহুতে। তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি অম্বেডকরের জন্মস্থানে গেলেন। গত বছর এই দিনে সনিয়া-রাহুল গাঁধী সেখানে গেলেও এ বার তাঁদের সুযোগই দেননি মোদী। মহুতে মোদী আজ দাবি করেন, অম্বেডকর যে ভাবে গরিব মানুষ ও কৃষকদের উন্নয়নে বিশ্বাসী ছিলেন, তিনিও সেই পথেই চলছেন। জনসভা করে ‘গ্রাম উদয় থেকে ভারত উদয়’ প্রকল্পেরও সূচনা করেন মোদী। সভার শেষে স্লোগান দেন ‘জয় ভীম’ বলে।
গভীর আতঙ্কে অম্বেডকরকে আঁকড়ে ধরার এই তাড়না দেখা গিয়েছে মুম্বইয়েও। সেখানে সমুদ্র বাণিজ্য ও বন্দর উন্নয়ন বিষয়ে মেরিটাইম ইন্ডিয়া সামিট-এ মোদী বলেন, বাবাসাহেব শুধু সংবিধানই রচনা করেননি, নতুন জলপথ নীতি তৈরিতেও গুরুত্ব দিয়েছিলেন। সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর অন্য অনুষ্ঠানেও জুড়ে ছিলেন বাবাসাহেব। বিজ্ঞান ভবনে জাতীয় কৃষি বাজার-এর ই-প্ল্যাটফর্ম প্রকল্প চালু করেন মোদী। যুক্তি দেন, কৃষি পণ্য বেচাকেনায় যে বাধা রয়েছে, এতে তা দূর হবে। উত্তরপ্রদেশের কৃষক অনলাইনে তাঁর ফসল হরিয়ানার ব্যবসায়ীর কাছে বেচতে পারবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy