ডিজিধন মেলায় মোদী। শুক্রবার তালকাটোরা স্টেডিয়ামে। ছবি: প্রেম সিংহ।
নগদহীন লেনদেন সহজ করার জন্য চালু অ্যাপ দিনের শেষে জড়িয়ে গেল নামের তরজায়!
ওই মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যাপ) সঙ্গে সংবিধান রচয়িতা বি আর অম্বেডকরের নাম জুড়ে দেওয়াকে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন বলে দাবি করলেন নরেন্দ্র মোদী। আর সেই সিদ্ধান্তকেই তফসিলি জাতি ও উপজাতিদের প্রতি অপমানের তকমা দিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ডিজিধন মেলায় ‘ভারত ইন্টারফেস ফর মানি (বিএইচআইএম বা ভিম)’ অ্যাপ চালুর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের দাবি, স্মার্টফোন ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) পরিষেবার এই অ্যাপ মারফত খুব সহজে টাকা পাঠানো ও কেনাকাটা করা যাবে।
এই প্রসঙ্গেই মোদী বলেন, ‘‘ভিমরাও অম্বেডকরের সম্মানে এই নতুন অ্যাপের নাম রাখা হয়েছে ভিম। সেই অম্বেডকর, যিনি আমাদের সংবিধান দিয়েছেন।’’ তাঁর দাবি, ‘‘সেই দিন দূরে নয়, যখন সমস্ত লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে। তখন এর হাত ধরে অম্বেডকরের নাম ছড়িয়ে পড়বে সর্বত্র।’’
আর এই নামকরণ নিয়েই সন্ধ্যার সাংবাদিক বৈঠকে মোদীকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘লটারি-অ্যাপের নামকরণ অম্বেডকরের নামে! তফসিলি জাতি ও উপজাতির মানুষদের অপমান করার অধিকার প্রধানমন্ত্রীর নেই। উত্তরপ্রদেশে ভোট আসছে বলে এমন কাজ!’’ একই সঙ্গে তাঁর তোপ, ‘‘বড়-বড় ভারতরত্নের নাম ব্যবহার করতে হলে, ভাল কাজে করতে হয়। এ তো জঘন্য রাজনীতি।’’
এমনিতে এই অ্যাপের সঙ্গে লটারির সরাসরি কোনও সম্পর্ক নেই। কিন্তু ৫০ থেকে ৩,০০০ টাকার পর্যন্ত ডিজিটাল লেনদেনে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়ার কথা বার বার বলছে কেন্দ্র। এ বিষয়ে উৎসাহ দেওয়ার আর্জি জানানো হচ্ছে রাজ্যগুলিকেও। আর এই অ্যাপ যেহেতু ডিজিটাল লেনদেনের পথ প্রশস্ত করতে তৈরি, সেই কারণেই মুখ্যমন্ত্রী একে লটারি-অ্যাপের তকমা দিয়েছেন বলে অনেকের ধারণা।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই) তৈরি এই অ্যাপকে অবশ্য নামের গেরো এ দিন তাড়া করেছে নেটের দুনিয়াতেও। আপাতত এই অ্যাপ মিলছে শুধু অ্যান্ড্রয়েড ফোনে। কিন্তু তা খুঁজতে গুগ্লের প্লে-স্টোরে ‘ভিম’ টাইপ করে অনেকে তার দেখা পাননি। বদলে হাজির হয়েছে জনপ্রিয় কার্টুন চরিত্র ‘ছোটা ভীম’। সোশ্যাল নেটওয়ার্কে অনেকের টিপ্পনি, রাহুল গাঁধীকে এখনও ‘বাচ্চা ছেলে’ বলে বেঁধে বিজেপি। অ্যাপের নাম ভিম রাখা সে কথা মাথায় রেখেই!
মোদীর দাবি, আগামী দিনে না কি শুধু বুড়ো আঙুলের ছাপ দিয়েই টাকা লেনদেন করা যাবে ভিম-এ। ডিজিটাল লেনদেনকে এই অ্যাপ কতটা এগিয়ে দেবে, তা বলবে সময়ই। কিন্তু অন্তত ‘জন্মের দিনে’ তা জড়িয়ে রইল নামকরণের জালে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy