দক্ষিণ মুম্বইয়ের একটি অভিজাত এলাকায় এক ব্যবসায়ীকে বেঁধে রেখে লুটপাট চালাল দুষ্কৃতীরা। লুট করে নিয়ে গেল ৫৫ লক্ষ টাকা। ঘটনাটি কালাবাদেবী এলাকার।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি যখন ঘটে ব্যবসায়ী একাই ছিলেন বাড়িতে। দুষ্কৃতীদের মধ্যে এক জন প্রথমে ব্যবসায়ীর বাড়িতে ঢোকেন। কলিং বেল বাজাতেই তিনি বেরিয়ে আসেন। ঠিক তখনই তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দেয় ওই দুষ্কৃতী। তার পরই বাতি তিন সঙ্গীকে ডেকে নেয় সে।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা এমন ভাবেই এসেছিল যে, আশপাশের কেউ টের পাননি। তা ছাড়া কোনও চিৎকার চেঁচামেচির আওয়াজও পাওয়া যায়নি বলে দাবি করেছেন প্রতিবেশীরা। ব্যবসায়ীকে একটি ঘরে বন্দি করে রেখেছিল দুষ্কৃতীরা। তাঁর হাত-পা এবং মুখ বেঁধে দেওয়া হয়েছিল। ব্যবসায়ীর কাছে থেকে টাকা দাবি করে দুষ্কৃতীরা। তার পরই বেধড়ক মারধর করে আলমারির চাবি কেড়ে নেওয়া হয়। আলমারি থেকে ৫৫ লক্ষ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
বেশ কিছু পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করা হবে।