Advertisement
০৫ নভেম্বর ২০২৪

#মিটু: এ বার যৌন হেনস্থায় অভিযুক্ত পদ্মভূষণে সম্মানিত চিত্রশিল্পী যতীন দাস

পদ্মভূষণে সম্মানিত চিত্রশিল্পী যতীন দাসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন নিশা বরা নামে এক উদ্যোগপতি। ১৪ বছর আগে নিজের স্টুডিয়োতেই যতীনবাবু তাঁকে হেনস্থা করেছিলেন বলে নিশার দাবি।

যৌন হেনস্থার অভিযোগ পদ্মভূষণে সম্মানিত চিত্রশিল্পী যতীন দাসের বিরুদ্ধে। —ফাইল চিত্র।

যৌন হেনস্থার অভিযোগ পদ্মভূষণে সম্মানিত চিত্রশিল্পী যতীন দাসের বিরুদ্ধে। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ০৩:০৯
Share: Save:

ক’দিন আগেই অভিনেত্রী-পরিচালিকা নন্দিতা দাস বলেছিলেন, যে সমস্ত অভিনেতা বা কলাকুশলীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, তাঁদের সঙ্গে তিনি কখনও কাজ করবেন না। তাঁর সঙ্গে ছিলেন কঙ্কনা সেনশর্মা, কিরণ রাও-রা। সেই নন্দিতারই বাবা, পদ্মভূষণে সম্মানিত চিত্রশিল্পী যতীন দাসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন নিশা বরা নামে এক উদ্যোগপতি। ১৪ বছর আগে নিজের স্টুডিয়োতেই যতীনবাবু তাঁকে হেনস্থা করেছিলেন বলে নিশার দাবি। যৌন হেনস্থার অভিযোগে আজ বলিউডে চাকরি গিয়েছে যশরাজ ফিল্মস এবং কেডব্লিউএএন এন্টারটেনমেন্ট সংস্থার দুই শীর্ষ কর্তার। পদত্যাগ করেছেন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের সর্বভারতীয় সভাপতি ফৈরোজ খান। যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধেও।

কাগজ-নির্মাতা একটি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নিশা টুইটারে দাবি করেন, তিনি যতীনবাবুর অনুরোধেই তাঁকে কাজে সাহায্য করতে গিয়েছিলেন। কাজের দ্বিতীয় দিন, দিল্লির খিড়কি গ্রামের স্টুডিয়োয় আচমকা যতীনবাবু তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করেন। হাত ছাড়িয়ে নিশা পালান। টুইটারে নিশা লিখেছেন, ‘‘দু’দিন পরে আমি নন্দিতার ফোন পাই। তিনি জানান, তাঁর বাবা তাঁকে আমার নম্বর দিয়েছেন। আমি কি আমার মতোই আরও এক জন তরুণী সাহায্যকারী জোগাড় করে দিতে পারব? সে দিন মনে হয়েছিল, আমাকে কেউ ছুরি মারল।’’ যতীনবাবুর বক্তব্য, ‘‘আমি স্তম্ভিত। ওঁকে চিনিও না, কোনও দিন দেখাও হয়নি। স্রেফ মজার জন্য কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ তোলার খেলা চলছে।’’

‘#মিটু’ সংক্রান্ত দু’টি অভিযোগের প্রেক্ষিতে আজ দ্রুত পদক্ষেপ করেছে বলিউডের দুই সংস্থা। যশরাজ ফিল্মসের সহযোগী সংস্থা ওয়াই ফিল্মসের ব্যবসা ও সৃষ্টিশীল বিভাগের শীর্ষ কর্তা আশিস পাটিলকে
যৌন হেনস্থার দায়ে বরখাস্ত করা হয়েছে। আজ মুম্বইয়ের একটি সংবাদপত্রকে দেওয়ার সাক্ষাৎকারে বলিউডের তারকা-ম্যানেজমেন্ট সংস্থা কেডব্লিউএএন-এর অন্যতম প্রতিষ্ঠাতা অনির্বাণ দাস ব্লাহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক চার মহিলা। সংস্থাটি জানিয়েছে, এই অভিযোগের পরে অনির্বাণকেও তাঁর যাবতীয় দায়িত্ব থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়েছে।

এনএসইউআইয়ের সর্বভারতীয় সভাপতি ফৈরোজের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন ছত্তীসগঢ়ের এক কর্মী। নিজেকে নির্দোষ জাবি করে ফৈরোজ বলেছেন, দলের স্বার্থেই ইস্তফা দিলেন তিনি। ইস্তফাপত্র গ্রহণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। গড়া হয়েছে তদন্ত কমিটি।

ইতিমধ্যে টুইটারে খোলা চিঠি লিখে বলিউডের কাহিনিকার তথা গীতিকার বরুণ গ্রোভার বলেছেন, অজ্ঞাত কোনও সূত্র থেকে পাওয়া মোবাইল স্ক্রিনশট প্রকাশ করে তাঁর বিরুদ্ধে যে ভাবে কলেজ জীবনে যৌন হেনস্থার অভিযোগ তোলা হয়েছে, তাতে তিনি মানসিক ভাবে
অসুস্থ হয়ে পড়ছেন। এ সব বন্ধ হোক। ‘#মিটু’-র অন্যতম মুখ, এক লেখিকা প্রথম ওই স্ক্রিনশট প্রকাশ করেছিলেন। বরুণের টুইটের উত্তরে তিনি জানান, অন্য একটি টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তিনি স্ত্রিনশটগুলি পেয়েছিলেন। সেই টুইটার অ্যাকাউন্টটির নাম বরুণকে জানিয়ে তিনি বলেছেন, ‘‘এঁদের সঙ্গে আপনার বিরুদ্ধে অভিযোগকারিণীর যোগাযোগ রয়েছে। অভিযোগ মিথ্যা প্রমাণ হলে আমি ক্ষমা চাইতে রাজি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE