Meet Santosh Rajeshirke who drives in reverse direction dgtl
santosh rajeshirke
ব্যাক গিয়ারেই হাজার হাজার কিলোমিটার গাড়ি চালান ইনি
পুণের রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছেন, আচমকা দেখলেন, পাশ দিয়ে হুস করে আপনাকে টপকে গেল একটি ব্যাক গিয়ারে চলা গাড়ি। অবাক হবেন না। বছর দেড়েক ধরে এটাকে একেবারে স্বাভাবিক ঘটনা করে ফেলেছেন সন্তোষ রাজেশিরকে।
সংবাদ সংস্থা
মুম্বইশেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ১৬:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পুণের রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছেন, আচমকা দেখলেন, পাশ দিয়ে হুস করে আপনাকে টপকে গেল একটি ব্যাক গিয়ারে চলা গাড়ি। অবাক হবেন না। বছর দেড়েক ধরে এটাকে একেবারে স্বাভাবিক ঘটনা করে ফেলেছেন সন্তোষ রাজেশিরকে।
০২১০
পেশায় ইঞ্জিনিয়ার সন্তোষের বাড়ি পুণেতে। গত প্রায় দেড় বছর এই ভাবে গাড়ি চালাচ্ছেন তিনি।
০৩১০
চলতি বছরের ১০ জানুয়ারি মহারাষ্ট্র থেকে গাড়ি নিয়ে রওনা দিয়েছিলেন। উল্টো দিকে গাড়ি চালিয়ে ছ’হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি। ১১টি রাজ্যে গাড়ি নিয়ে গিয়েছেন তিনি।
০৪১০
জাতীয় সড়কে প্রতি ঘণ্টায় ৪৫ কিমি পর্যন্ত বেগে গাড়ি চালান তিনি। সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও চালিয়েছেন তিনি।
০৫১০
২০১৭ সালে জুন মাসের ১ তারিখে প্রথম উল্টো দিকে গাড়ি চালানো শুরু করেন সন্তোষ।
০৬১০
পুণে থেকে রায়গড় গাড়ি চালিয়েছিন তিনি। প্রায় ১৮০ কিলোমিটার পথ উল্টো দিকে গাড়ি চালিয়ে যাত্রা শুরু করেন।
০৭১০
এর পর উত্তর-পূর্ব ভারতে পাঁচ হাজার কিলোমিটার রাস্তা উল্টোদিকে গাড়ি চালানোর ইচ্ছা রয়েছে তাঁর।
০৮১০
ইন্দো-পাকিস্তান সীমান্তে অমৃতসরের আত্তারিতেও গাড়ি চালিয়ে গিয়েছিলেন তিনি। এই ভাবে নারী শিক্ষা ও পরিচ্ছন্নতার প্রচার চালাচ্ছেন বলেও দাবি করেছেন সন্তোষ।
০৯১০
রাজ্য সরকার তাঁকে বিশেষ লাইসেন্স দিয়েছে এ ভাবে গাড়ি চালানোর জন্য। এ ভাবে গাড়ি চালানোর জন্য অবশ্য তাঁর ঘাড় ও পিঠে সমস্যা দেখা গিয়েছে।
১০১০
বাড়ি থেকে বাধা এলেও তিনি বুঝিয়েছেন পরিবারের সদস্যদের। পথের অন্য চালকদের নিরাপত্তার দিকেও খেয়াল রাখেন সন্তোষ।