নিমেষে ভাঙেন লোহার রড, বেসবল ব্যাট! ইনি ভারতের হারকিউলিস
তাঁকেই এখন হারকিউলিস নামে চেনে দেশ। তাঁর অবশ্য আরও একটি নাম রয়েছে, ‘ছত্তীসগড় জায়ান্ট’।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ফোনবুক, লোহার রড, বেসবল ব্যাট, যা দেবেন, নিমেষে দু’হাতের জোরেই সেগুলো ভেঙে দিতে প্রস্তুত। ইনিই বর্তমানে ভারতের হারকিউলিস।
০২১২
ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা মনোজ চোপড়া। ১৯৭০ সালে জন্ম তাঁর। তাঁকেই এখন হারকিউলিস নামে চেনে দেশ। তাঁর অবশ্য আরও একটি নাম রয়েছে, ‘ছত্তীসগড় জায়ান্ট’।
০৩১২
শুধু ভারতেরই নয়, মনোজ এশিয়ার মধ্যেও সবচেয়ে শক্তিশালী পুরুষ। বিশ্বে শক্তিশালীর তালিকার ১৪ নম্বরে রয়েছেন তিনি। গিনেস বুকে নামও রয়েছে তাঁর।
০৪১২
পেশায় একদা ব্যবসায়ী মনোজ বিপুল ক্ষতির মুখে পড়ে নতুন করে শুরু করেছেন জীবন। শক্তি প্রদর্শন করাই মনোজের পেশা এখন।
০৫১২
১৯৮৬-এ মাত্র ১৬ বছর বয়সে তিনি রায়পুরের মেল বিউটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং প্রথম হয়েছিলেন।
০৬১২
মনোজের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি, ওজন ১৫৫ কিলোগ্রাম। বেঙ্গালুরুর একটি ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন তিনি। ৬টা গাড়ি ছিল তাঁর। হঠাৎই তাঁর সব গাড়ি একসঙ্গে খারাপ হতে শুরু করে। এর প্রভাব পড়ে ব্যবসায়। এতটাই খারাপ প্রভাব পড়েছিল যে, ব্যবসা একেবারেই ডুবে যায়।
০৭১২
প্রচণ্ড হতাশ হয়ে পড়েন মনোজ। সন্দেহবশত ব্যবসার এক প্রতিদ্বন্দ্বীকে মারধর করে জেলেও যান।
০৮১২
এর বছর খানেক পর ডব্লিউডব্লিউই ভারতে ট্যালেন্ট হান্ট করতে এসেছিল। সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে নজরে আসেন তিনি। ডব্লিউডব্লিউই-র তরফে তাঁকে আমেরিকায় পাঠানো হয় কুস্তির কৌশল শেখার জন্য।
০৯১২
ডব্লিউডব্লিউই তাঁকে ১৮ মাস ধরে লস অ্যাঞ্জেলসে প্রশিক্ষণ দেয়। সেই সময়ে মনোজ কখনও গ্যাস স্টেশন, গাড়ি-টয়লেট পরিষ্কার করে উপার্জন করেছেন। কিন্তু এ ভাবে আর চালাতে পারছিলেন না তিনি।
১০১২
ফলে বাধ্য হয়েই ডব্লিউডব্লিউই-এর প্রশিক্ষণ মাঝরাস্তায় ফেলে রেখে ভারতে ফিরে আসেন। শুরু হয় নতুন জীবন।
১১১২
বর্তমানে ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি মনোজ। এমন কিছুই বোধহয় নেই যা তিনি ভাঙতে পারবেন না। তাঁর সামনে যা দেবেন তাই নিমেষে ভেঙে দেবেন তিনি।
১২১২
ভারতে তিন হাজারের বেশি শো করা হয়ে গিয়েছে তাঁর। এর বাইরে শো-এর সুবাদে কানাডা, আমেরিকাতে প্রায়ই উড়ে যেতে হয় তাঁকে।