লাদাখে সংঘর্ষের পরে অরুণাচলপ্রদেশের সীমান্তের ও পারে চিনা সেনার সমাবেশ আগের থেকে অনেক বেড়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা। নিয়ন্ত্রণরেখার ও পারে চিনা সেনা যে সামরিক ঘাঁটি বাড়িয়ে চলেছে, তার প্রমাণ মিলেছে সেনাবাহিনীর ড্রোন এবং রেডারে। চিনা আগ্রাসন রুখতে তৎপর হয়েছে ভারতীয় সেনাবাহিনীও। যার অন্যতম দায়িত্ব দেওয়া হয়েছে এক মহিলা সেনা অফিসারকে। তিনি সারিয়া আব্বাসি।
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে আসা চিনা চালকহীন সশস্ত্র বিমান, কপ্টারকে ধূলিসাৎ করতে এ পারে সেই ‘এল-৭০’ বিমানবিধ্বংসী বন্দুক নিয়ে কড়া পাহারা দিয়ে চলেছেন সারিয়া। সুইডিশ বফর্স কোম্পানির কাছ থেকে ১৯৬০-এর দশকে ‘এল-৭০’ বিমানবিধ্বংসী বন্দুক প্রথম কেনা হয়েছিল। এখনও সক্রিয় ১১৮০টি ‘এল-৭০’। নতুন অবতারের ‘এল-৭০’ যে কোনও ড্রোন, হেলিকপ্টার, বিমানকে দ্রুত লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম।