Advertisement
১৮ নভেম্বর ২০২৪
National news

মক্কা মসজিদ বিস্ফোরণ: অসীমানন্দ- সহ ৫ অভিযুক্ত খালাস

উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা এর পিছনে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। মোট ১০ অভিযুক্তের মধ্যে অবশ্য ধরা পড়েছিলেন মাত্র পাঁচ জন।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ১২:৪৯
Share: Save:

হায়দরাবাদের মক্কা মসজিদে ১১ বছর আগের বিস্ফোরণ কাণ্ডে যে পাঁচ জনের বিচার চলছিল, তাঁদের প্রত্যেকেই বেকসুর খালাস পেয়ে গেলেন। ২০০৭ সালের ১৮ মে ওই বড়সড় বিস্ফোরণ ঘটেছিল। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। জখম হন ৫৮ জন। কিন্তু এনআইএ আদালতে এক জনেরও দোষ প্রমাণ করা যায়নি। আদালত জানিয়েছে, অভিযুক্তেরা যে বিস্ফোরণে জড়িত ছিল, তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

ঘটনার দিন শুক্রবারের নমাজ চলাকালীন আচমকাই প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল হায়দরাবাদের ঐতিহাসিক মক্কা মসজিদ। পুলিশি তদন্তের পর এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই-এর হাতে। ২০১১ সালে সিবিআই-এর থেকে তদন্ত হাতে নেয় এনআইএ। জানা যায়, বিস্ফোরণে পাইপ বোমা ব্যবহার করা হয়েছিল। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা এর পিছনে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। নাম জড়ায় আরএসএস-এর প্রাক্তন সদস্য অসীমানন্দ ওরফে নবকুমার সরকার-সহ মোট ১০ জনের।

তবে ১০ অভিযুক্তের মধ্যে অবশ্য ধরা পড়েছিলেন মাত্র পাঁচ জন। ধৃতেরা ছিলেন দেবেন্দ্র গুপ্ত, লোকেশ শর্মা, স্বামী অসীমানন্দ ওরফে নবকুমার সরকার, ভরত ভাই এবং রাজেন্দ্র চৌধুরি। অন্যতম অভিযুক্ত সুনীল যোশী ইতিমধ্যে খুন হয়ে যান। নিখোঁজ আরও দু’জন।

দেখুন ভিডিও:

বাকি সাত জনের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় এনআইএ। যাঁদের প্রত্যেকেই কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত। দীর্ঘ ১১ বছর পর পাঁচ জনেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাওয়ায় নিহতদের পরিবার পরিজনদের এখন একটাই প্রশ্ন— ধৃতেরা যদি দোষী না হয়, তবে বিস্ফোরণ ঘটাল কে?

আরও পড়ুন: আমাদের আশা ভেঙে গিয়েছে, প্রধানমন্ত্রী, দায়ী আপনিই!

আরও পড়ুন: দাগি অপরাধীকে হুমকি পুলিশের

অন্য বিষয়গুলি:

Makkah Masjid Hyderabad COURT
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy