আগামী সপ্তাহে এসপি নেতা অখিলেশ যাদবের সঙ্গে উত্তরপ্রদেশের লোকসভা ভোটের আসন সমঝোতার প্রাথমিক বৈঠক শুরু করার কথা বিএসপি নেত্রী মায়াবতীর। তার আগে, কর্নাটকের ভোট পরবর্তী জোটের অঙ্ক সেই বৈঠকে ছায়াপাত করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। মায়ার দল অবশ্য দাবি করছে, দেবগৌড়া যদি বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান সেই জোটে থাকবে না তারা।
মায়াবতীর দল বিএসপি কর্নাটকে দেবগৌড়ার জেডি(এস)-এর সঙ্গে হাত মিলিয়ে ভোটে দাঁড়াতে প্রশ্ন উঠেছিল— আদতে বিজেপি-বিরোধী জোটকে দুর্বল করে দিচ্ছে তারা। উত্তরপ্রদেশে মায়ার মডেলের (এসপি-বিএসপি) পাশে রয়েছে রাহুল গাঁধীর দল। অথচ কর্নাটকে দেবগৌড়ার সঙ্গে হাত মিলিয়ে একাধিক জনসভায় কংগ্রেস-বিরোধিতা করেছেন মায়া। এর পর যদি সে রাজ্যে সরকার গড়তে দেবগৌড়া বিজেপি নেতৃত্বের সঙ্গে হাত মেলান, সে ক্ষেত্রে মায়াবতীর কী ভূমিকা হবে, তা নিয়ে স্বাভাবিক ভাবেই চলছে জল্পনা। বিএসপি শিবির থেকে অবশ্য জানানো হয়েছে, দেবগৌড়াকে বিজেপির সঙ্গে না-যেতেই পরামর্শ দিয়েছেন মায়াবতী। এ কথাও নেত্রীর পক্ষে জানানো হয়েছে, তিনি বিজেপিকে সরকার গড়তে সাহায্য করলে মায়াবতী সঙ্গত্যাগ করবেন।
বিএসপি সূত্রের বক্তব্য, কর্নাটকে মায়ার লড়াইয়ের রাজনৈতিক কারণ ভিন্ন। শুধু কর্নাটক নয়, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতেও আসন্ন বিধানসভা ভোটগুলিতে তিনি সেখানকার আঞ্চলিক দলের সঙ্গে হাত মেলাবেন। প্রত্যেকটি রাজ্যেই বিএসপি-র ভোট নগন্য। সেখানে সরকার গড়ার খেলায় অংশ নেওয়া বিএসপি নেত্রীর উদ্দেশ্য নয়। বরং দলিত শক্তির প্রতীক হিসাবে তিনি তাঁর দলের উপস্থিতি ছড়িয়ে দিতে চাইছেন উত্তরপ্রদেশের বাইরে গোটা দেশে। কিন্তু বিজেপি-বিরোধিতার মূল লাইন থেকে এখনও পর্যন্ত মায়া সরছেন না। আজ যদি কর্নাটকে তিনি বিজেপির প্রতি সমর্থন জানান, তবে উত্তরপ্রদেশে দলিত এবং মুসলমান ভোটকে এক সূত্রে বাঁধার চেষ্টা মার খাবে। সম্প্রতি ফুলপুর এবং গোরক্ষপুরের উপনির্বাচনের সাফল্যের পর বিএসপি এবং এসপি উভয়েই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করার স্বপ্ন দেখতে শুরু করেছে। অখিলেশ এখনও পর্যন্ত তাঁকে যথেষ্ট আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন (এই মুহূর্তে মায়াবতীর লোকসভা আসন সংখ্যা শূন্য)। আগামী ২৮ তারিখ উত্তরপ্রদেশের দু’টি উপনির্বাচনেও হাতে হাত মিলিয়ে লড়ছে এসপি, বিএসপি এবং অজিত সিংহের দল। ফলে সূদূর দাক্ষিণাত্যে নিজের সামান্য আসনের জন্য তিনি গোবলয়ে তাঁর হৃতভূমি ফিরে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না বলেই মনে করা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy