ফাইল চিত্র।
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
শুক্রবার সকালেই দেশবাসীর উদ্দেশে টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর যেন সকলের জীবনে সুখ, সমৃদ্ধি নিয়ে আসে। সকলকে ভাল রাখে। আশায় ভরে ওঠে জীবন।’
নতুন বছরে নতুন আশাকে পাথেয় করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন মোদী। ২০২০ সাল একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। করোনার দাপটে স্বাভাবিক জীবনযাত্রায় ভীষণ ভাবে প্রভাব ফেলেছে। বহু মানুষের প্রাণ কেড়েছে।
Wishing you a happy 2021!
— Narendra Modi (@narendramodi) January 1, 2021
May this year bring good health, joy and prosperity.
May the spirit of hope and wellness prevail.
এখনও বহু মানুষ করোনায় আক্রান্ত। একের পর এক বিপর্যয়ের ধাক্কা সামলে নতুন বছরে পা ফেলেছে দেশ। তাই নতুন স্বপ্নকে সঙ্গে নিয়ে নতুন ভাবে চলার আহ্বানও জানিয়েছেন মোদী।
Happy New Year everyone!
— President of India (@rashtrapatibhvn) January 1, 2021
New Year provides an opportunity to make a fresh beginning and resolve for individual and collective development.
Challenges arising out of COVID-19 situation strengthen our determination to move forward unitedly.
অন্য দিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও সকলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। তিনি লেখেন, ‘নতুন বছর আবার নতুন করে চলার সুযোগ এনে দিয়েছে। সমস্ত বাধা এবং সমস্যা কাটিয়ে আমরা আরও এগিয়ে যাব’। তিনি আরও লেখেন, ‘কোভিড এখন একটা বড় চ্যালেঞ্জ। তবে এই পরিস্থিতি আমাদের আরও মজবুত করেছে, একত্রে কাজ করতে অনুপ্রাণিত করেছে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy