কালো ধোঁয়া বেরোচ্ছে।
জম্মু-কাশ্মীরের কাটরায় বৈষ্ণোদেবী মন্দির চত্বরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছাড়াল। মঙ্গলবার বিকেল সওয়া ৪টে নাগাদ আগুন লাগে। প্রায় আধঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই আগুন লেগেছে। মন্দির চত্বরে মোতায়েন সিআরপিওফ জওয়ানরা প্রথমে আগুন লাগার বিষয়টি লক্ষ্য করেন। তাঁরাই সকলকে সতর্ক করে দেন। মুহূর্তের মধ্যেই বাড়িটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।
Fire broke out in a Building situated near Shri Mata Vaishno Devi shrine Katra 😳
— 🦋⚡unknown ⚡🦋 (@justspeakup24) June 8, 2021
pic.twitter.com/6tL0c7vuR3
রিয়াসি জেলার সিনিয়র পুলিশ সুপার শৈলেন্দ্র সিংহ জানিয়েছেন, সাড়ে ৪টে নাগাদ তাঁদের কাছে আগুন লাগার খবর পৌঁছয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী। আসে দমকলও।
পুলিশ জানিয়েছে, যে বাড়িতে আগুন লেগেছে সেখানে টাকাপয়সা সংগ্রহ করা হত। বাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy