ছবি পিটিআই।
উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন মার্গারেট আলভা। তাঁর সঙ্গে ছিলেন রাহুল গাঁধী, শরদ পওয়ার, সীতারাম ইয়েচুরি, মল্লিকার্জুন খড়্গের মতো বিরোধী নেতারা।
আগামী ৬ অগস্ট দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। এ বার এই নির্বাচনে এনডিএ শিবিরের প্রার্থী করা হয়েছে জগদীপ ধনখড়কে। সোমবারই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Delhi | Opposition's vice-presidential candidate Margaret Alva files her nomination papers at Parliament, in the presence of Congress leaders Rahul Gandhi and Mallikarjun Kharge, NCP chief Sharad Pawar and other Opposition leaders
— ANI (@ANI) July 19, 2022
(Pic source: Sansad TV) pic.twitter.com/UxD1ua0LRx
ভারতীয় রাজনীতিতে কংগ্রেস নেত্রী হিসাবেই পরিচিত মার্গারেট। ১৯৭৪ সালে প্রথম বার কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ হন তিনি। তারপর ১৯৮০, ১৯৮৬ ও ১৯৯২ সালেও কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। রাজ্যসভার সাংসদ থাকাকালীন কখনও সংসদীয় মন্ত্রী হিসেবে, কখনও যুবকল্যাণ মন্ত্রক, কখনও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। ১৯৯৯ সালে প্রথম বার কংগ্রেসের টিকিটে কর্ণাটকের উত্তর কন্নড় থেকে ভোটে দাঁড়িয়ে লোকসভার সাংসদ হন। কিন্তু ২০০৪ সালে সেই কেন্দ্রে দাঁড়িয়েই পরাজিত হন। তার পর সামলেছেন এআইসিসি-র সাধারণ সম্পাদকের দায়িত্ব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy