অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনা। ছবি: সংগৃহীত।
অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ন’জন। আহত অন্তত ১৮ জন। রবিবার রাতে ঘটেছে এই দুর্ঘটনা। এর ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এ দিন রাতেই একটি বিজ্ঞপ্তি জারি করে রেল জানিয়ে দিল ওই লাইনে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং কোনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
সোমবার অর্থাৎ ৩০ অক্টোবর যে সকল ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল—
· ০৮৫২৭ রায়পুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল
· ০৮৫২৮ বিশাখাপত্তনম-রায়পুর প্যাসেঞ্জার স্পেশাল
যে সকল ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে সেগুলি হল—
· ০৩৩৫৭ বারউনি-কোয়েম্বাটুর স্পেশাল
· ১৮১৮৯ টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেস
· ১১০২০ ভুবনেশ্বর-মুম্বই কোনারক এক্সপ্রেস
· ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস
· ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস
যে সব ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেগুলি হল—
· ২০৮০৯ সম্বলপুর-হুজুর সাহিব নান্দেদ সুপারফাস্ট ট্রেন বিজয়নগরম অবধি গিয়ে সেখান থেকে প্যাসেঞ্জার ট্রেন হিসাবে সম্বলপুর ফিরে আসবে।
· ১৭৪৭৯ পুরী-তিরুপতি এক্সপ্রেস বালুগাঁও স্টেশন অবধি গিয়ে সেখান থেকে প্যাসেঞ্জার ট্রেন হিসাবে পুরী ফিরে আসবে।
· ০৭৪৬৮ বিশাখাপত্তনম-বিজয়নগরম মেমু স্পেশাল পেন্ডুরতি অবধি যাবে। সেখান থেকে প্যাসেঞ্জার ট্রেন হিসাবে বিশাখাপত্তনম ফেরত আসবে।
· ১১০১৯ মুম্বই-ভুবনেশ্বর কোনারক এক্সপ্রেস বিশাখাপত্তনম অবধিই যাবে।
রবিবার রাতে প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। রেল সূত্রে জানা গিয়েছে, রেল কর্মীদের ‘ভুল’-এই দুর্ঘটনা। লোকো পাইলট সিগন্যাল দেখেননি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের দু’লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও। ঘটনায় রেলকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন, ‘‘কবে ঘুম থেকে জাগবে রেল?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy