Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Bus Accident

খাদে পড়ে গেল বাস, উত্তরকাশীতে দুর্ঘটনায় সাত জনের মৃত্যু, জখম আরও ২৭

নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ মিটার গভীর খাদে পড়ে গিয়ে বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এখনও এক যাত্রী ওই বাসের মধ্যে আটকে রয়েছেন। চলছে উদ্ধারকাজ।

photo of bus

দুর্ঘটনাগ্রস্ত বাস। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
দেহরাদূন শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৩ ১৯:২৯
Share: Save:

খাদে পড়ে গেল যাত্রিবাহী বাস। রবিবার উত্তরাখণ্ডের উত্তরকাশীতে এক দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ২৭ জন। নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। দুমড়ে মুচড়ে যাওয়া ওই বাসের মধ্যে এখনও এক যাত্রী আটকে রয়েছেন। চলছে উদ্ধারকাজ।

রবিবার বিকেল ৪টেয় দুর্ঘটনাটি ঘটেছে। গঙ্গোত্রী থেকে উত্তরকাশী যাচ্ছিল বাসটি। মোট ৩৫ জন যাত্রী ছিলেন বাসে। উত্তরকাশীর জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক দেবেন্দ্র পটওয়াল বলেছেন, ‘‘সাত জনের মৃত্যু হয়েছে। ২৭ জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’’ উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।

মৃতদের চিহ্নিতকরণের কাজ চলছে। পুলিশ সূত্রে খবর, গুজরাতের তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল বাসটি। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক ললিতা নেগি বলেছেন, ‘‘আমাদের দল উদ্ধারকাজে হাত লাগিয়েছে। এখনও পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’’ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।

অন্য বিষয়গুলি:

Bus Accident Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE