Advertisement
E-Paper

যে যা লুট করেছেন, সাত দিনের মধ্যে ফেরত দিন, রাষ্ট্রপতি শাসনের মণিপুরে নির্দেশ রাজ্যপালের

রাষ্ট্রপতি শাসনের মাঝে মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল। বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সম্প্রদায়গুলির উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। বেআইনি অস্ত্র ফেরত দিতে বলেছেন।

Manipur Governor orders to return looted weapons within seven days

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২২
Share
Save

রাষ্ট্রপতি শাসন চলছে মণিপুরে। এর মাঝে রাজ্যপাল অজয় ভল্লা সমস্ত লুট করা অস্ত্রশস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ দিলেন। তিনি জানিয়েছেন, সাত দিনের মধ্যে লুটের অস্ত্রশস্ত্র ফেরত দিতে হবে। তা না-করলে কঠোর পদক্ষেপ করবে প্রশাসন। এই সময়কালের মধ্যে যাঁরা বেআইনি অস্ত্র থানায় জমা দিয়ে যাবেন, তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, জানিয়েছেন রাজ্যপাল।

রাষ্ট্রপতি শাসনের মাঝে মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যপাল। বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সম্প্রদায়গুলির উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। একটি বিবৃতিতে রাজ্যপাল লিখেছেন, ‘‘মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। মানুষ যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তার বন্দোবস্ত করতে হবে। এর জন্য সমস্ত সম্প্রদায়কেই এগিয়ে আসতে হবে। শত্রুতা মনে রাখলে আর চলবে না। শান্তি বজায় রাখতে হবে।’’

রাজ্যপাল আরও বলেন, ‘‘গত ২০ মাসের বেশি সময় ধরে মণিপুরের মানুষ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাস করছেন। মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা স্বেচ্ছায় এগিয়ে আসুন এবং বেআইনি অস্ত্রশস্ত্র নিকটবর্তী থানায় জমা দিয়ে যান। আগামী সাত দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করুন। সাত দিন বৃহস্পতিবার থেকে গোনা হবে। মণিপুরে শান্তি ফেরানোর জন্য আপনাদের এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী হবে।’’ এর পরেই রাজ্যপাল জানিয়েছেন, যাঁরা এই সময়ের মধ্যে অস্ত্র জমা দেবেন, তাঁদের শাস্তি হবে না। যাঁরা সাত দিন পরেও বেআইনি অস্ত্র নিজেদের কাছে রেখে দেবেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

ঘরে বাইরে চাপের মুখে মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বীরেন সিংহ। তার পর নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। ফলে গত ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

Manipur Violence President Rule

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}