টুইট করে জানিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। ছবি: টুইটার
আদর্শ নগর থেকে যমুনা ব্যাঙ্ক। দিল্লি মেট্রো রেলের মোট স্টেশন সংখ্যা ২৫৪। এক দিনে সব ক’টি স্টেশনে গিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেললেন প্রফুল্ল সিংহ। তাঁর সময় লেগেছে ১৬ ঘণ্টা ২ মিনিট। অতীতে এমন চেষ্টা কেউ করেছেন কি না এবং করলেও কত সময় লেগেছিল, তা অবশ্য জানা যায়নি। তবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ফলাও করে প্রফুল্লের এই কৃতিত্বের কথা জানিয়েছে।
দিল্লি মেট্রো রেল কর্পোরেশনেরই কর্মী প্রফুল্ল। সংস্থার পক্ষ থেকেই প্রফুল্লের কৃতিত্বের কথা টুইট করে জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে প্রফুল্লের এই সাফল্যে দিল্লি মেট্রো গর্বিত। সেখানে বলা হয়েছে, এই রেকর্ড গড়তে প্রফুল্ল মোট ২১৬ মাইল সফর করেছেন।
রেড, গ্রিন, পিঙ্ক, অরেঞ্জ ইত্যাদি নামে দিল্লি মেট্রোর মোট ১০টি লাইন রয়েছে। সব ক’টি লাইন মিলিয়েই ২৫৪টি স্টেশন। এক দিনে সব ক’টি স্টেশনে যাওয়া মোটেও সহজ কাজ নয়। কিন্তু সেটাই করে দেখিয়েছেন প্রফুল্ল। তবে মেট্রো রেলের কর্মী হওয়ায় অনেকটাই সুবিধা পেয়েছেন প্রফুল্ল। কোন লাইনের পর কোন লাইনে গিয়ে কোন কোন স্টেশন স্পর্শ করা যাবে সেটা নিশ্চিত ভাবেই তাঁর কাছে স্পষ্ট ছিল।
DMRC employee Prafull Singh has entered into the Guinness World Records for recording the 'Fastest time to travel to all Metro stations'. This makes him the first person to travel to 254 stations covering 348 kms in just 16 hrs 2 minutes. DMRC family is proud of Prafull's feat. pic.twitter.com/RswgUBgANi
— Delhi Metro Rail Corporation I कृपया मास्क पहनें😷 (@OfficialDMRC) March 15, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy