নিজের পোস্টে ঠাট্টা করেই যুবক লিখেছেন, ‘আমি ঠিক করেছি ফুটবল খেলার সময় এখন থেকে ৩৪সিসি মাপের ব্রেসিয়ারটিই পরে যাব। ওটিই হবে আমার ‘স্পোর্টস ব্রা’।’
নাকের বদলে নরুন হলেও কথা ছিল। কিন্তু অনলাইনে এক যুবক ফুটবলের মোজা অর্ডার করে তার বদলে হাতে পেলেন ৩৪ সিসি মাপের ব্রেসিয়ার।
টুইটারে ‘দুর্ভাগ্যের’ কথা জানিয়ে একটি পোস্ট করেছিলেন ওই যুবক। এমনকি যা অর্ডার করেছিলেন, আর যা এসে পৌঁছেছে তার ছবিও দিয়েছিলেন। যুবকের সেই পোস্টে মজাচ্ছলে অনেকে লিখেছেন, ‘আপনি তো নয় ব্রেসিয়ার পেয়েছেন। কিন্তু এক বার সেই মহিলার কথা ভাবুন যিনি বক্ষবন্ধনীর অর্ডার দিয়ে ফুটবলের মোজা পেয়েছেন। তাঁর কাছেও আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’
Ordered football stockings. Received a triumph bra. @myntra's response? "Sorry, can't replace it".
— Kashyap (@LowKashWala) October 17, 2021
So I'm going to be wearing a 34 CC bra to football games, fellas. Ima call it my sports bra. pic.twitter.com/hVKVwJLWGr
Oh my god 🤣🤣🤣
— Shruti Chaturvedi (@adhicutting) October 18, 2021
Thoughts and prayers for the woman who is wearing football stockings for better support 😂
যে অনলাইন সংস্থা এই ‘বাক্স বদল’ ঘটিয়েছে টুইটার পোস্টে তাদের নামোল্লেখ করেই যুবক লেখেন, ‘অর্ডার দিয়েছিলাম ফুটবলের মোজা। বদলে এল ব্রেসিয়ার। শপিং সংস্থাটিকে জানাতে তারা বলেছে, তারা দুঃখিত। কিন্তু এ জিনিস ফেরত নেওয়া হবে না।’
এরপর নিজের পোস্টে ঠাট্টা করেই যুবক লিখেছেন, ‘আমি তাই ঠিক করেছি ফুটবল খেলার সময় এখন থেকে ৩৪সিসি মাপের ব্রেসিয়ারটিই পরে যাব। ওটিই হবে আমার ‘স্পোর্টস ব্রা’।’ যুবকের এই ঠাট্টার জবাবে এক জন লিখেছেন, ‘ব্রেসিয়ার যদি ছেলেরা পরে তবে সেটি আর ব্রেসিয়ার থাকবে না। নিঃসন্দেহে নাম বদলে ব্রো-সিয়ার হয়ে যাবে।’
A brassiere worn by a dude to a football game should be called a Brossiere.
— X Æ A-12 Cov-19 (@k0ol1) October 17, 2021
Well also apologise to the lady who is wondering how to wrap those football stockings around for better support
— Priyanka Lahiri (@PriyankaLahiri_) October 17, 2021
অনলাইন শপিংয়ে বাক্স বদল নতুন ঘটনা নয়। মোবাইল ফোনের বদলে আধলা ইট বা কাঠের টুকরো এসে পৌঁছনোর ঘটনা বহু বার ঘটেছে। তবে এই ঘটনাটি সেই সব ঘটনাকে অনেক পিছনে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকে। তাঁদের কেউ কেউ আবার ওই যুবককে পরামর্শ দিয়েছেন, ‘আপনি বরং এ বার স্পোর্টস ব্রা অর্ডার করুন। তা হলে যদি ফুটবলের মোজা পাওয়া যায়।’
@myntra's response pic.twitter.com/35jIFMU9fR
— Max Fury (@NamoNamay1) October 17, 2021
Isn't the Bra costly than socks 🥸 gift it to someone who is a good fit👍🏽🥂
— अमर ਅਮਨ سینگ۔ 🕘 (@AMANAMARSINGH) October 17, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy