Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Delhi Metro

দিল্লিতে মেট্রোর সামনে ঝাঁপ, মৃত্যু ৩০ বছর বয়সি যুবকের

দেহ উদ্ধার করার পর মৃতের মোবাইল ফোনে একটি ফোন আসায় সেখান থেকে তরুণের পরিচয় জানতে পারে পুলিশ।

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ১০:২২
Share: Save:

মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন দিল্লির এক তরুণ। শনিবার সন্ধ্যা ৭টায় দিল্লির আইএনএ মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম অজিতেশ সিংহ (৩০)।

পিটিআই সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় সামাইপুর-বাদলি লাইনের মেট্রো ট্রেনটি আইএনএ স্টেশন ঢুকতেই লাইনে ঝাঁপ দিয়েছিলেন অজিতেশ। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে খবর পাঠালে সেখানকার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং অজিতেশকে উদ্ধার করেন। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অজিতেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেহ উদ্ধার করার পর তাঁর পরিচয় জানা যাচ্ছিল না বলে পুলিশ সূত্রে খবর। অজিতেশের মোবাইল ফোনে একটি ফোন আসায় সেখান থেকে তাঁর পরিচয় জানতে পারে পুলিশ।

মেট্রো স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায়, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন অজিতেশ। সেই প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে মেট্রোর সামনে ঝাঁপিয়ে পড়েন তিনি। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পর মেট্রো পরিষেবা ১৫ থেকে ২০ মিনিটের জন্য থমকে গিয়েছিল। অজিতেশ হঠাৎ আত্মহত্যার পথ কেন বেছে নিলেন, তা নিয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

অন্য বিষয়গুলি:

Delhi NCR metro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE