সঙ্গে সঙ্গে ভিডিয়োটি নজরে নিয়ে আসা হয় পুলিশের। ছবি: টুইটার।
রাতের ফাঁকা রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটে যাচ্ছে একের পর এক গাড়ি। হঠাৎ যাত্রীদের চোখে ধরা দিল এক অদ্ভুত দৃশ্য। গুরুগ্রামের রাস্তায় চলন্ত একটি সাদা গাড়ির ছাদের উপর ‘পুশ আপ’ করে চলেছেন এক ব্যক্তি। গাড়ির জানলা দিয়ে বাইরে অর্ধেক শরীর বের করে রয়েছেন তাঁর বন্ধুরা। শরীরচর্চায় ব্যস্ত বন্ধুটিকে আরও উৎসাহ দিচ্ছেন তাঁরা। শনিবার রাতে এই ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ্যে আসায় নেটব্যবহারীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশের নজরে ভিডিয়োটি নিয়ে আসা হয়। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
They have no fear of anyone's life and neither of Gurgaon trafficpolice @TrafficGGM
— Pradeepdubey (@dubey_100) May 30, 2023
Vichle no HR72F6692@DC_Gurugram @TrafficGGM@cmohry @gurgaonpolice pic.twitter.com/pM2NeypUdR
গুরুগ্রাম পুলিশ সূত্রে খবর, রাতে চার বন্ধু মিলে পার্টি করতে বেরিয়েছিলেন। গাড়ির মধ্যেই মদ্যপান করছিলেন তাঁরা। মদের নেশায় চুর হয়ে ছিলেন প্রত্যেকেই। হঠাৎ জানলার ফাঁক দিয়ে বেরিয়ে চলন্ত গাড়ির ছাদের উপর উঠে পড়েন এক জন। সেখানেই ‘পুশ আপ’ করতে শুরু করেন তিনি।
বন্ধুকে উৎসাহ দিতে জানলার ফাঁক দিয়ে অর্ধেক শরীর বের করে বাইরের দিকে চলে আসেন আরও তিন বন্ধু। এমন দৃশ্য দেখে ঘটনাটি ক্যামেরাবন্দি করেন এক যাত্রী। ভিডিয়োয় দেখা যায়, মদ্যপানের পাশাপাশি, উচ্চস্বরে গান করছিলেন তাঁরা। পুলিশের নজরে পড়ায় শাস্তিও পান তাঁরা। ট্র্যাফিক নিয়ম ভাঙার অপরাধে গাড়ির মালিককে ৬ হাজার টাকা জরিমানা ধার্য করেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy