ছেলের হাতে মৃত্যু বাবার। —প্রতীকী চিত্র।
শেয়ার বাজারে প্রচুর টাকা লোকসান হয়েছে। তাই বাবার কাছে সাহায্য চেয়েছিলেন ছেলে। কিন্তু ছেলে আবার শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করবে শুনে তা দিতে চাননি বাবা। অভিযোগ, এর পর রাগের চোটে বৃদ্ধ বাবাকে পিটিয়ে মেরে ফেলেন ছেলে। মাকেও মারধর করেন তিনি। তাতে সঙ্গ দেন বৃদ্ধার বউমা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে দিল্লির ফতেহনগর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, কোনও ভারী বস্তু দিয়ে বাবাকে আঘাত করেন ছেলে। হাতুড়ি জাতীয় কিছু দিয়ে বাবাকে পেটান ছেলে। পার পাননি বৃদ্ধা মা-ও। শ্বশুর-শাশুড়িকে যখন স্বামী মারধর করছে, তাতে সায় দেন স্ত্রী-ও। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে টাকা নিয়েই বিবাদ ছেলের সঙ্গে বিবাদ বাধে বৃদ্ধ বাবার। শেয়ার মার্কেটে টাকা খাটাতেন অভিযুক্ত। সেখানে কয়েক লক্ষ টাকা খুইয়ে বসেন তিনি। এর পর বাবা-মায়ের কাছে মোটা অঙ্কের টাকা চেয়ে চাপ দিতে থাকেন। টাকা দিতে অস্বীকার করায় বৃদ্ধ বাবা-মায়ের উপর শুরু হয় অত্যাচার। শনিবার বাবা-মাকে মারধর শুরু করেন ছেলে।পুলিশ সূত্রে খবর, ছেলের হাতে মৃত্যু হওয়া ব্যক্তির নাম স্মরণজিৎ সিংহ। বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর ৬০ বছর বয়সি স্ত্রী অজিন্দর কৌরও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বৃদ্ধার শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত ছেলের নাম যশদীপ সিংহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যশদীপ পুলিশকে জানান, শেয়ার মার্কেটে প্রায় সাত লক্ষ টাকা লোকসান হয়েছে তাঁর। তাই চিন্তায় ছিলেন। বাবার কাছে অর্থ ‘সাহায্য’ চেয়েছিলেন। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করায় রাগের মাথায় মারধর করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy