প্রেমিকাকে খুনের পর তাঁর দেহ ট্রলিব্যাগে ভরে একটি ঝিলের ধারে ফেলে দিয়ে আসেন। তার পর বারাণসীতে চলে যান যুবক। সেখানে গিয়ে গঙ্গায় স্নান করেন। মাথা কামান। কিন্তু শেষরক্ষা হয়নি। তরুণীর দেহ উদ্ধার হতেই গ্রেফতার হন যুবক।
ঘটনাটি উত্তরপ্রদেশের জৌনপুরের। পুলিশ সূত্রে খবর, গত ২৫ ফেব্রুয়ারি জৌনপুরে একটি ঝিলের ধারে ট্রলিব্যাগে এক তরুণীর দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তরুণীর সঙ্গে এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। যুবক একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেখানে তরুণীকে ডেকে পাঠান। সেখানে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই রাগের বশে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কোপান যুবক। তার পর তাঁর দেহ লোপাটের জন্য ট্রলিব্যাগে ভরেন। তার পর সেই ট্রলিব্যাগ নিয়ে রাস্তা দিয়ে কিছু দূর হেঁটে যান। তার পর একটি টোটো ডেকে সেই ট্রলিব্যাগ নিয়ে কয়েক কিলোমিটার দূরে একটি ঝিলের ধারে ফেলে দিয়ে আসেন।
পুলিশ আরও জানতে পেরেছে, ট্রলিব্যাগটি ফেলে বাস ধরে বারাণসী পৌঁছোন অভিযুক্ত। গঙ্গায় স্নান করেন। পুজো দেন। তার পর মাথাও কামিয়ে নেন। ট্রলিব্যাগ থেকে দেহ উদ্ধারের পর তরুণীর দেহ দ্রুত শনাক্ত হয়। স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পারে, তরুণীর সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। এর পরই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ। সেই ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে তারা। তার পরই জৌনপুর স্টেশনের কাছ থেকে যুবককে গ্রেফতার করা হয়।