ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ভুবনেশ্বরে কর্মখালি। প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। ওই প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ওই কাজের জন্য এক জন ব্যক্তিকে বেছে নেওয়া হবে।
সংশ্লিষ্ট কাজে রেডিয়ো ফ্রিকোয়েন্সি অ্যান্ড মাইক্রোঅয়েভ ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সিগন্যাল প্রসেস, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিবিলিজিটি টেস্ট (সেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং (গেট)— উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
নিযুক্তকে পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে নিযুক্তকে সংশ্লিষ্ট কাজে বহাল রাখা হবে। অনলাইনে প্রকাশিত একটি ফর্ম পূরণ করে তা জীবনপঞ্জি এবং অন্যান্য নথি জমা দিতে হবে। ওই আবেদন ২২ এপ্রিলের আগে পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।