Advertisement
০৩ নভেম্বর ২০২৪
বৈঠক মুখোমুখি মমতা-মোদী।

বৈঠক মুখোমুখি মমতা-মোদী। ছবি : টুইটার থেকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৮:৪২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৭:১৩ key status

রাজ্যের নাম বদল নিয়েও কথা হয়েছে

রাজ্যের নাম বদল নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মমতার। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কথা হচ্ছে। আমি বলেছি, এবার দয়া করে বিষয়টি দেখুন।’’ 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৭:০৬ key status

ওষুধ বেশি চাই, কারণ আমার রাজ্যে জনসংখ্যা বেশি: মমতা

‘‘অনেক রাজ্যের থেকে কম টিকা পেয়েছে বাংলা। পশ্চিমবঙ্গের জনসংখ্যার নীরিখে এই সরবরাহ যথেষ্ট নয়। আমাদের টিকাকরণের হার ভাল। ইতিমধ্যে সংক্রমণ ৩৩ শতাংশ থেকে কমে ১ শতাংশে এসে দাঁড়িয়েছে। তবে আমরা চাই করোনার তৃতীয় ঢেউ আসার আগে পশ্চিমবঙ্গের প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ করতে। প্রধানমন্ত্রীকে সে কথা জানিয়েছি। উনি বলেছেন তিনি বিষয়টি বিবেচনা করে দেখবেন।’’ জানালেন মমতা

Advertisement
timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৭:০০ key status

বৈঠক ভাল হয়েছে, উপ নির্বাচন নিয়ে কথা হয়নি: মমতা

প্রধানমন্ত্রীর সঙ্গে  বৈঠক ভাল হয়েছে। তিনি তাঁর সমস্ত কথা শুনেছেন। এবং তাঁর দাবি গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানালেন মমতা। তবে উপনির্বাচন নিয়ে কোনও কথা হয়নি। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:৫৩

টিকা সরবরাহ বাড়ানোর কথা বলেছি: মমতা

রাজ্যে টিকা সরবরাহ বাড়াতে বলেছি, রাজ্য যথেষ্ট টিকার জোগান পাচ্ছে না, বললেন মমতা। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:৫০ key status

দু’বছর পর দিল্লিতে এসেছি: মমতা

‘‘সৌজন্য সাক্ষাৎ ছিল’’, বললেন মমতা। জানালেন, জয়ের পর এই সাক্ষাৎ করতেই হত। ‘‘তাই এসেছি। তবে এর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেছি’’,  বললেন মমতা। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:৪৮ key status

বৈঠক শেষ

প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠক শেষ। প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement
timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:৪০ key status

আধঘণ্টার বেশি চলছে বৈঠক

৭ নম্বর লোক কল্যাণ মার্গে ঠিক ৪টেয় ঢুকেছিলেন মমতা। এখনও বৈঠক চলছে। এই বৈঠক মূলত দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ।  

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:৩৬ key status

জয়ের পর প্রথম বৈঠক

বিধানসভা ভোটের আগে থেকেই মোদী-মমতার দ্বৈরথ চলছে। এর আগে কলাইকুণ্ডায় মোদীর সঙ্গে দেখা হয়েছিল মমতার। তবে সেই সাক্ষাৎ ছিল স্বল্পস্থায়ী।  ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির হিসেব দিয়েই সেখান থেকে চলে গিয়েছিলেন মমতা। তা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:৩২ key status

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হবেন মমতা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ হলে সাংবাদিকদের মুখোমুখি হবেন মমতা। মোদীর সঙ্গে তাঁর কী কী বিষয়ে আলোচনা হল তা জানাবেন সাংবাদিক বৈঠকেই। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:২৭ key status

অভিষেকের সঙ্গে বৈঠক সন্ধে সাড়ে ৬টায়

মোদীর সঙ্গে বৈঠক চলছে মমতার। এই  বৈঠক শেষ হলে  সন্ধে সাড়ে ছ’টা নাগাদ তিনি বৈঠক করবেন কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে। সিঙ্ঘভি তৃণমূলের হয়ে আদালতে সম্প্রতি বেশ কয়েকটি মামলা লড়েছেন। মমতার সঙ্গে তাঁর বৈঠকেও তাই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:২২ key status

জিএসটি-সহ রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা

বৈঠকে উঠতে পারে জিএসটি-সহ রাজ্যের বকেয়া প্রসঙ্গও। একই সঙ্গে রাজ্যকে টিকার জোগান দেওয়া নিয়ে কেন্দ্র কী নীতি নিতে চলেছে, তা নিয়েও আলোচনা হতে পারে। মোদীর সঙ্গে বৈঠকে রাজ্যপাল প্রসঙ্গও উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সোমবার রাতেই জৈন হাওয়ালা কাণ্ড প্রকাশ্যে এনেছিলেন  যে সাংবাদিক, তাঁর সঙ্গে বৈঠক করেন মমতা। ১৯৯৬ সালের জৈন হাওয়ালা কাণ্ডের চার্জশিটে নামছিল রাজ্যপাল জগদীপ ধনখড়েরও। সোমবার দিল্লিতে পৌঁছেই ওই সাংবাদিকের মমতার সাক্ষাৎ নিয়ে তাই তৈরি হয়েছে জল্পনা। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:১৩ key status

প্রধানমন্ত্রীর বাসভবনে মমতা

প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গেলেন মমতা। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:০৫ key status

এর আগে কমলনাথ, আনন্দ শর্মার সঙ্গে বৈঠক

দুপুর দু’টো নাগাদ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে বৈঠক করেন মমতা। দেখা করেন কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গেও। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৬:০০ key status

টিকা, পেগাসাস বিতর্ক নিয়ে কথা হতে পারে

রাজ্যে টিকার যোগান বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারেন মমতা। কথা বলতে পারেন পেগাসাস বিতর্ক নিয়েও। 

timer শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৫:৫৯ key status

বৈঠকের জন্য রওনা হয়েছেন মমতা

সোমবারি দিল্লি পৌঁছছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টের সময় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। মমতা ইতিমধ্যেই রওনা হয়েছেন ৭ লোক কল্যাণ মার্গের  উদ্দেশে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE