সোলি সোরাবজির স্মরণে শোক জ্ঞাপন করলেন রাজনৈতিক নেতারা। গ্রাফিক — নিরূপম পাল।
দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজীর মৃত্যুতে শোক জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তবে শোক জ্ঞাপন করতে গিয়ে টেনে আনলেন বাক স্বাধীনতার প্রসঙ্গও। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোরাবজীর মৃত্যুতে শোক প্রকাশ করলেও তাঁর বাক স্বাধীনতার পক্ষে লড়াইয়ের উল্লেখ করেননি শোকবার্তায়। বরং সোরাবজীকে দরিদ্র এবং বঞ্চিতদের বন্ধু বলে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সোরাবজীর। তাঁর মৃত্যুতে টুইটারে শোক জ্ঞাপন করে মমতা লেখেন, ‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন পদ্ম বিভূষণ সোরাবজী। মানবাধিকার রক্ষার কাজেও ব্রতী হয়েছিলেন। ওঁর পরিবার এবং সহকর্মীদের আমার সমবেদনা’। প্রধানমন্ত্রী অবশ্য তাঁর শোক বার্তায় লিখেছেন, ‘অসাধারণ একজন আইনজীবী এবং বিদ্বজ্জন সোরাবজী আইনকে সঙ্গী করে দরিদ্র এবং বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছিলেন। দেশের একজন উল্লেখযোগ্য অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন’।
সোরবজীর মৃত্যুত শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তবে বাক স্বাধীনতা নিয়ে সোরাবজীর কাজের উল্লেখ করেননি তিনিও। রাষ্ট্রপতি লেখেন, ‘ভারতীয় আইনি ব্যবস্থার এক কিংবদন্তীকে হারালাম আমরা। ভারতের আইন এবং বিচারব্যবস্থার প্রবর্তনে সাহায্য করেছিলেন যে হাতে গোনা কয়েকজন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। ওঁর মৃ্ত্যুতে ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা’।
Saddened at the passing of one of India’s most eminent jurists, and former Attorney General of India, Padma Vibhushan Soli Sorabjee. He dedicated his life towards the defence of the freedom of expression and protection of human rights. My condolences to his family and colleagues
— Mamata Banerjee (@MamataOfficial) April 30, 2021
Shri Soli Sorabjee was an outstanding lawyer and intellectual. Through law, he was at the forefront of helping the poor and downtrodden. He will be remembered for his noteworthy tenures India’s Attorney General. Saddened by his demise. Condolences to his family and admirers.
— Narendra Modi (@narendramodi) April 30, 2021
In the passing of Soli Sorabji, we lost an icon of India's legal system. He was among the select few who deeply influenced evolution of constitutional law & justice system. Awarded with Padma Vibhushan, he was among most eminent jurists. My condolences to his family & associates.
— President of India (@rashtrapatibhvn) April 30, 2021
সোরবজীকে স্মরণ করে টুইট করেছেন রাজনৈতিক মহলের বিশিষ্ট নেতারাও। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা চিদম্বরম লেখেন, নিরপেক্ষ সমাজ এবং সর্বস্তরের মানুষের মধ্যে সমতা রক্ষা করে এমন সমাজ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত লেখেন, ‘সাংবিধানিক আইনে এবং মানবাধিকার রক্ষায় তাঁর বড় অবদান রয়েছে’। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট সোরাবজীকে স্মরণ করেছেন একজন অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং অতিভদ্রতাবোধ সম্পন্ন মানুষ হিসেবে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও টুইটারে সোরাবজীকে স্মরণ করে শোকজ্ঞাপন করেছেন।
Heartfelt condolences at the passing away of eminent jurist & former Attorney-General of India, Padma Vibhushan Soli Sorabjee. His contribution towards constitutional law & protection of human rights was immense. Prayers that his family remain strong. May his soul rest in peace.
— Ashok Gehlot (@ashokgehlot51) April 30, 2021
Deeply saddened to learn about the passing away of Former Attorney General, Shri Soli J Sorabjee. He was kind, witty and a thorough gentleman.
— Sachin Pilot (@SachinPilot) April 30, 2021
His landmark judgements have paved way for many reforms.
May his soul find eternal peace. My condolences to his family.
Saddened to learn about the demise of former Attorney General of India, eminent jurist and legal luminary, Soli Sorabjee. My deepest condolences to his family and friends.
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) April 30, 2021
Saddened to hear demise of Senior Advocate, eminent jurist and former Attorney General Soli Sorabjee.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) April 30, 2021
His contribution in preserving fundamental & human rights will be remembered forever.
My deepest condolences with his family!
ॐ शान्ति 🙏
The passing away of Mr Soli Sorabjee is a big loss to the world of law and justice.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 30, 2021
He will be remembered along with many illustrious judges who gave content and meaning to the promise of the Constitution of India to build a just, fair and equal society
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy