পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছবি: টুইটার
রাজ্যে ইলেকট্রিক বাস তৈরির কারখানা করুন। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীকে বৈঠকে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমাদের রাজ্যে যাতে ইলেকট্রিক বাস, অটো, স্কুটারের কারখানা তৈরি করা হয়, তার জন্য আবেদন জানিয়েছি। বাংলার সীমানায় বাংলাদেশ, নেপাল, ভুটান এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি রয়েছে। আমাদের ভাল সড়ক চাই, এই বিষয়টিও জানিয়েছি।’’
দিল্লিতে বুধবার দফায় দফায় সনিয়া গাঁধী, অরবিন্দ কেজরীবালদের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তিনি দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে। পশ্চিমবঙ্গে রাস্তার সম্প্রসারণ সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মমতা।
বৃহস্পতিবার গডকড়ীর সঙ্গে মমতার বৈঠক সফরসূচিতেই ছিল। সেই মতোই এই দিন তাঁরা বৈঠক করলেন। এ ছাড়া ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রকের আধিকারিকেরাও। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘সড়ক সম্প্রসারণ ছাড়াও রাস্তাঘাটের মেরামতি নিয়েও আলোচনা হয়েছে।’’
Chief Minister of West Bengal Sushri @MamataOfficial called on Union Minister Shri @nitin_gadkari Ji today. In the presence of officials they reviewed various road projects being undertaken in the state. pic.twitter.com/ueDD4jTys0
— Office Of Nitin Gadkari (@OfficeOfNG) July 29, 2021
বৈঠকের একটি ছবি টুইটারেও শেয়ার করা হয়েছে গডকড়ীর দফতরের টুইটার হ্যান্ডল থেকে। বিবরণে লেখা হয়েছে, ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন সড়ক প্রকল্প নিয়ে কথা হয়েছে দু’জনের মধ্যে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy