হামিংবার্ড। ছবি সৌজন্য টুইটার।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কে না ভালবাসে। সেই রূপ যেমন ধরা পড়ে পাহাড়-পর্বত, গাছগাছালি, সমুদ্রের মধ্যে, আবার এমন অনেক পশুপাখি রয়েছে যাদের রূপ মনোমুগ্ধকর। তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে হামিংবার্ডের প্রতি সেকেন্ডে রং বদলানোর ছবি ধরা পড়েছে।
The stunning colors of the Anna's hummingbird are iridescence caused by light scattering from nanoscale structures within their feathers.pic.twitter.com/BZzXuFnHag
— Wonder of Science (@wonderofscience) July 21, 2022
‘ওয়ান্ডার অব সায়েন্স’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে হামিংবার্ডের রং বদলানোর সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হামিংবার্ডটি যত বারই তার মাথা ঘোরাচ্ছে, প্রতি বারই রং বদলে যাচ্ছে।
ভিডিয়োতে যে পাখিটি দেখা যাচ্ছে, সেটি অন্না’স হামিংবার্ড নামে পরিচিত। এদের আকৃতি চার ইঞ্চি মতো হয়। উত্তর আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চলে এদের দেখা যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy