কিউরিয়োসিটি রোভার। ছবি সৌজন্য নাসা।
সম্প্রতি নাসা একটি ছবি প্রকাশ করেছে। মঙ্গলগ্রহ থেকে কিউরিয়োসিটি রোভারের তোলা আমাদের পৃথিবীর ছবি। লালগ্রহ থেকে পৃথিবীকে কেমন দেখাচ্ছে, তা নিয়ে আমজনতার মধ্যে কৌতূহলের অন্ত নেই।
রোভারের তোলা সেই ছবি টুইটারে প্রকাশ করে নাসা বলেছে, ‘অসাধারণ এই ছবিটি তোলা হয়েছে মঙ্গলগ্রহ থেকে। হ্যাঁ, মঙ্গলগ্রহই। আর ওই যে বিন্দু মতো যেটা দেখা যাচ্ছে সেটি হল আমাদের সকলের প্রিয় পৃথিবী।’
সেই ছবি রিটুইট করেছেন শিল্পপতি আনন্দ মহীন্দ্রা। তিনি টুইট করে বলেন, ‘এই ছবি একটাই জিনিস শেখায়, তা হল বিনম্রতা।’
এই ছবিতে কি দেখতে পাচ্ছেন আমাদের পৃথিবীকে?
If there’s just one thing this photo should teach us….it’s humility.. https://t.co/S2WN9thBBd
— anand mahindra (@anandmahindra) July 21, 2022
২০১৩-র ৬ অগস্ট মঙ্গলে পা রাখে কিউরিয়োসিটি রোভার। তার পর থেকে লালগ্রহের বেশ কিছু ছবি নাসাকে পাঠিয়েছে সেটি। এ বার লালগ্রহের মাটি থেকেই পৃথিবীর ছবি পাঠাল রোভার। নাসা জানিয়েছে, ছবিটি যখন তোলা হয়, তখন পৃথিবী থেকে লালগ্রহের দূরত্ব ছিল ১৬ কোটি কিলোমিটার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy