দেহাবশেষ চুরি হল মহাত্মা গাঁধীর। ফাইল চিত্র
দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে মহাত্মা গাঁধীর ১৫০ তম জন্মবার্ষিকী। এই সময়েই চুরি হল তাঁর চিতাভস্ম। শুধু তাই নয়, দুষ্কৃতীরা তাঁর পোস্টারে কালি মাখিয়ে ‘রাষ্ট্রদ্রোহী’লিখে দিয়ে গেল। মঙ্গলবার মধ্যপ্রদেশের রেওয়ায় জেলায় এই ঘটনা ঘটেছে।
এদিন রেওয়া জেলার লক্ষ্মণবাগের গাঁধীভবনে দলীয় কর্মীদের সঙ্গে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন কংগ্রেস নেতা গুরমিত সিংহ। ঘটনাটি প্রথম তাঁরই নজরে আসে। গুরমিত তখনই থানায় গিয়ে অভিযোগ জানান। ইতিমধ্যেই কংগ্রেস কর্মীরা দুষ্কৃতীদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গাঁধীভবনের সামনেই। সংবাদমাধ্যমকে গুরমিত বলেন, ‘‘গাঁধীর খুনি নাথুরাম গডসের প্রেমিকরাই এই অপকর্ম করেছে। আমরা আশা করছি পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’’
পুলিশ সূত্রে খবর, কংগ্রেস নেতা গুরমিতের অভিযোগ পেয়েই ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (খ) , ৫০৪ ও ৫০৫ নং ধারায় দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। রেওয়া জেলার পুলিশ সুপার আবিদ খান সংবাদসংস্থাকে বলেন, ‘‘আমরা গাঁধীভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।’’
আরও পড়ুন:গাঁধী কেবল এক ব্যক্তি নন, তিনি একটি নতুন প্রতিরোধের ‘ধারণা
আরও পড়ুন: বিপন্ন পরিবেশে গাঁধীকেই মনে পড়ে
মহাত্মা গাঁধীর চিতাভস্ম চুরির ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলায়। স্তম্ভিত এলাকাবাসী অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy