বালাসাহেব ঠাকরে এবং একনাথ শিন্ডে। ছবি: টুইটার থেকে নেওয়া।
হাঁটু মুড়ে বসে বালাসাহেব ঠাকরের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। মুখে আপ্লুত ভাব। দৃষ্টি নিবদ্ধ নেতার দিকে। তাঁরই হাতের উপর রয়েছে হাত।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই বদলে গিয়েছে একনাথ শিন্ডের টুইটার হ্যান্ডলের ‘প্রোফাইল’ ছবি। সেখানে শিবসেনার প্রতিষ্ঠাতার ‘পদতলে’ বসে তিনি। যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, শুধু মাত্র মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব নয়, প্রয়াত বালাসাহেবের পুত্র উদ্ধব ঠাকরের হাত থেকে আরও অনেক কিছু ছিনিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই রাজনীতির লড়াইয়ের ময়দানে নেমেছেন শিন্ডে।
বস্তুত, প্রথম থেকেই শিবসেনার বিদ্রোহী শিবিরের নেতার আচরণে এমন ‘বার্তা’ ছিল। সুরত, গুয়াহাটি, পানাজিতে একাধিক বার নিজেদের ‘আসল শিবসেনা’ বলে দাবি করেছিলেন তিনি। মনে করা হচ্ছে, মহারাষ্ট্রের সচিবালয় দখলের পর এ বার তাঁর ‘নজর’, শিবসেনার পতাকায়। ‘মরাঠা মানুষের’ স্লোগানে। সর্বোপরি, প্রয়াত বালাসাহেবের রাজনৈতিক উত্তরাধিকারে। টুইটার হ্যান্ডলের ছবি বদল তারই ইঙ্গিতবাহী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy