ফাইল চিত্র।
#WATCH | Eknath Shinde-faction MLAs, staying at a hotel in Goa, celebrate following his name being announced as the Chief Minister of Maharashtra. pic.twitter.com/uJVNa4N74g
— ANI (@ANI) June 30, 2022
একনাথ শিন্ডের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণার পরই গোয়ায় আনন্দে মাতলেন বিদ্রোহী বিধায়করা।
বিজেপির ১২০ জন বিধায়ক রয়েছে। তার পরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফডণবীস। ওঁর কাছে আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী, অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ: শিন্ডে
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন একনাথ শিন্ডে। ‘‘হিন্দুত্বের জন্য শিন্ডেকে সমর্থন’’, বললেন ফডণবীস।
‘‘বালাসাহেবের হিন্দুত্বের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিধায়কদের কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সঙ্গে ৫০ জন বিধায়ক রয়েছেন’’, সাংবাদিক বৈঠকে বললেন একনাথ শিন্ডে।
সন্ধ্যা সাড়ে সাতটায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন একনাথ শিন্ডে। সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন দেবেন্দ্র ফডণবীস।
শিবসেনা-বিজেপি সরকারের মন্ত্রিসভায় থাকছেন না দেবেন্দ্র ফডণবীস। সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে। ঘোষণা করলেন দেবেন্দ্র ফডণবীস।
‘‘শিবসেনা জনতার রায়কে অপমান করেছে। যাদের সঙ্গে জোট করেছে, তারা হিন্দুত্বের বিরুদ্ধে’’, সাংবাদিক বৈঠকে বললেন দেবেন্দ্র ফডণবীস।
রাজ্যপালের সঙ্গে দেখা করলেন একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফডণবীস। সরকার গঠনের দাবি জানালেন তাঁরা। সন্ধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠান।
সূত্রের খবর, সন্ধ্যা সাড়ে সাতটায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন দেবেন্দ্র ফডণবীস। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন একনাথ শিন্ডে।
রাজভবনে পৌঁছলেন একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফডণবীস। সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন দেবেন্দ্র ফডণবীস। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন শিন্ডে।
সূত্রের খবর, সন্ধ্যা সাতটায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন দেবেন্দ্র ফডণবীস। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন একনাথ শিন্ডে।
রাজভবনের উদ্দেশে রওনা দিলেন একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফডণবীস। সরকার গঠনের দাবি জানাবেন তাঁরা। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন শিন্ডে-ফডণবীস।
একটু পরেই রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করবেন দেবেন্দ্র ফডণবীস ও একনাথ শিন্ডে। সরকার গঠনের দাবি জানাতে পারেন।
বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন দেবেন্দ্র ফডণবীস। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন একনাথ শিন্ডে।
মুম্বই পৌঁছলেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। কিছুক্ষণের মধ্যেই দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে দেখা করবেন।
দুপুর ৩টেয় রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করবেন দেবেন্দ্র ফডণবীস। সরকার গঠনের দাবি জানাবেন বলে সূত্রের খবর।
মুম্বই পৌঁছনোর পরই শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেকে জেড প্লাস নিরাপত্তা প্রদান করা হল। শিন্ডে বলেছেন, ‘‘রাজ্যপালের সঙ্গে বৈঠক করব। তার পর তো আপনারা জানেনই আমাদের কী কৌশল।’’
সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুরু হয়ে গেছে বিজেপির উৎসব। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ইস্তফা ঘোষণার পর মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে জড়ো হওয়া বিজেপি নেতাদের ভিড়ে মিষ্টি বিলি শুরু হয়। আর সেই সঙ্গে বিজেপির পরিষদীয় নেতা দেবেন্দ্র ফডণবীসের নামে স্লোগানও ওঠে। বিজেপির একটি সূত্র অনুযায়ী, তৃতীয় বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি। উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে।
বুধবার রাত ৯টায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ার নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই বিধানসভায় আস্থাভোট নিতে হবে তাঁর সরকারকে। কিন্তু সেই নির্দেশের কিছুক্ষণ পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আর সেই সঙ্গেই পতন ৩১ মাসের ‘মহাবিকাশ আঘাডী’ জোটের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy