Advertisement
১৪ ডিসেম্বর ২০২৪
Maharashtra Assembly Election 2024

বিধানসভা ভোটে বিপর্যয়ের জের, ইস্তফার ইচ্ছা জানিয়ে খড়্গেকে বার্তা মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতির

মহারাষ্ট্রের বিধানসভা ভোটে এ বার ১০২টি আসনে লড়েছিল কংগ্রেস। জিতেছে মাত্র ১৬টিতে। পেয়েছে সাড়ে ১২ শতাংশেরও কম ভোট।

বাঁদিকে মল্লিকার্জুন খড়্গে, ডানদিকে নানা পাটোলে।

বাঁদিকে মল্লিকার্জুন খড়্গে, ডানদিকে নানা পাটোলে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১২:২০
Share: Save:

বিধানসভা ভোটে ভরাডুবির দায়িত্ব কাঁধে নিয়ে ইস্তফা দিতে চেয়েছেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে। শনিবার প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের কাছে পদত্যাগ করতে চেয়ে বার্তা পাঠিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের বিধানসভা ভোটে এ বার উদ্ধবসেনা, এনসিপি (শরদ)-এর সঙ্গে ‘মহা বিকাশ আঘাড়ী’র শরিক হিসাবে ১০২টি আসনে লড়েছিল কংগ্রেস। জিতেছে মাত্র ১৬টিতে। পেয়েছে সাড়ে ১২ শতাংশেরও কম ভোট। উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) ৯২টিতে লড়ে ২০টি এবং শরদ পওয়ারের এনসিপি(এস) ৮৬টিতে লড়ে ১০টি জিতেছে। এই পরিস্থিতিতে কংগ্রেসে অন্দরে নেতৃত্ব বদলের দাবি উঠেছে মহারাষ্ট্রে।

পাটোলে অবশ্য এ বারও তাঁর পুরনো বিধানসভা আসন, ভান্ডারা জেলার সাকোলি থেকে জিতেছেন। প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা ভোটে সাকোলে ভান্ডারা-গোন্ডিয়া আসনে বিজেপি প্রার্থী হিসেবে জিতেছিলেন। হারিয়েছিলেন প্রভাবশালী এনসিপি নেতা প্রফুল পটেলকে। ২০১৭ সালে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি এবং বিদর্ভকে বঞ্চনার অভিযোগ তুলে সাংসদ পদে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেন তিনি। ২০২১ সালে তাঁকে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি নিযুক্ত করা হয়েছিল।

অন্য বিষয়গুলি:

Nana Patole Maharashtra Assembly Election 2024 Maharashtra Congress Mallikarjun Kharge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy