রাস্তায় দাঁড়িয়েছিলেন যুবক। আচমকা একটি উড়ন্ত হট এয়ার বেলুনের দড়িতে আটকে গেল পা। ঝুলন্ত অবস্থায় তাঁকে নিয়েই উড়তে শুরু করল বেলুনটি! শেষমেশ উঁচু থেকে মাটিতে আছড়ে পড়ে মৃত্যু হল তাঁর।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সকালে রাজস্থানের বারানে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোটার বাসিন্দা ওই যুবকের নাম বাসুদেব খত্রি। জেলার প্রতিষ্ঠা দিবসের ৩৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সময় ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়ে। ওই ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, মাটিতে দাঁড়িয়ে রয়েছেন বাসুদেব। আচমকা উড়ে আসা একটি হট এয়ার বেলুনের দড়িতে আটকে গেল তাঁর পা। মুহূর্তে বেলুনের সঙ্গে সঙ্গে শূন্যে উড়ে গেলেন তিনিও। কিন্তু বেশি ক্ষণ নয়, কয়েক মিনিট পরেই দড়ি ছিঁড়ে উপর থেকে প্রায় ১০০ ফুট নীচে মাটিতে আছড়ে পড়লেন তিনি।
আরও পড়ুন:
গুরুতর আহত বাসুদেবকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই হট এয়ার বেলুনটি এমন একটি সংস্থার, যারা অতীতে জেলা প্রশাসনের সঙ্গেও কাজ করেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বারানের জেলাশাসক রোহিতাশ সিংহ তোমর। জেলা প্রশাসন সাংবাদিকদের জানিয়েছে, এই ঘটনার পরেই মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের প্রতিষ্ঠা দিবস উদ্যাপনের জন্য নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।