মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের উপর হামলা চালানোর হুমকি দিয়ে হোয়াট্সঅ্যাপে বার্তা এল মুম্বই পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, পাকিস্তানের একটি হোয়াট্সঅ্যাপ নম্বর থেকে ওই হুমকিবার্তা পাঠানো হয়েছে শুক্রবার সকালে। সেই বার্তা পাওয়ার পরই পুরো শহরে সতর্কতা জারি করেছে মুম্বই পুলিশ।
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, ‘মালিক শাহবাজ হুমায়ুন রাজা দেব’ নামে এক জনের হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ওই হুমকিবার্তা এসেছে। অজ্ঞাতপরিচয়ের নামে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই হুমকিবার্তা পাওয়ার পর মুখ্যমন্ত্রী এবং তাঁর দফতরের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ফডণবীসের আগে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেও। গত সপ্তাহে ইমেল মারফত সেই হুমকি দেওয়া হয়। শিন্দের গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। গোরেগাঁও এবং জেজে মার্গ থানা এবং মন্ত্রালয়েও সেই হুমকিবার্তা পাঠান অভিযুক্ত। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। তার মধ্যেই এ বার হুমকিবার্তা পেলেন মুখ্যমন্ত্রী ফডণবীস।