Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ব্লু হোয়েল বন্ধে নির্দেশ হাইকোর্টের

গত ৩০ অগস্ট ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে তামিলনাড়ুতে আত্মহত্যা করেন ভিগনেশ নামে ১৯ বছরের কলেজ পড়ুয়া। পর দিনই, অর্থাৎ ১ সেপ্টেম্বর আদালতে যান কৃষ্ণমূর্তি নামে স্থানীয় এক আইনজীবী।

সংবাদ সংস্থা
মাদুরাই শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ০২:২৬
Share: Save:

ব্লু হোয়েল গেম নিষিদ্ধ করার জন্য কেন্দ্র ও তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। এই মারণ খেলা নিয়ে সতর্কতা বাড়াতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও তথ্যপ্রযুক্তি দফতরের কাছে নোটিস পাঠিয়েছে বিচারপতি কে কে শশিধরণ ও জি আর স্বামীনাথনের বেঞ্চ। আদালত বলেছে, কী কী উপায়ে অনলাইনে এই গেম খেলা বন্ধ করা সম্ভব তা নিয়ে দ্রুত ভাবনাচিন্তা করে পদক্ষেপ করুক সরকার। প্রয়োজনে সাহায্য নিক তথ্যপ্রযুক্তি দফতরের।

গত ৩০ অগস্ট ব্লু হোয়েল গেম খেলতে গিয়ে তামিলনাড়ুতে আত্মহত্যা করেন ভিগনেশ নামে ১৯ বছরের কলেজ পড়ুয়া। পর দিনই, অর্থাৎ ১ সেপ্টেম্বর আদালতে যান কৃষ্ণমূর্তি নামে স্থানীয় এক আইনজীবী। তিনি আর্জি জানান, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে এই খেলা নিষিদ্ধ করার নির্দেশ দিক আদালত। এর পরেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে আদালত। শুনানি চলাকালীন রাজ্য জানায়, আত্মহত্যা করার আগে ভিগনেশ অন্তত ৭৫ জনের কাছে ফেসবুক ও শেয়ার ইট অ্যাপের মাধ্যমে এই গেমের লিঙ্ক পাঠান। তবে সরকার জানিয়েছে, বাকিদের প্রত্যেককে আটকানো সম্ভব হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর।

আরও পড়ুন: মুখ বদলে কি বদলাবে রেল

অভিযোগ মৃত্যুর আগে ভিগনেশ তাঁর বন্ধুদের বার বার বলেছিলেন, কিছুতেই ব্লু হোয়েল গেমের প্রতি আসক্তি কাটিয়ে উঠতে পারছেন না তিনি। পরে সুইসাইড নোটেও তিনি লেখেন, ‘‘এক বার খেলা শুরু করলে বেরিয়ে আসার কোনও রাস্তা নেই।’’

অনলাইনে গেম শেয়ার বন্ধ করতে নজরদারি বাড়ানোর কথা বলেছে আদালত। তাদের বক্তব্য পরামর্শ দিক তথ্যপ্রযুক্তি দফতরও।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE