শিক্ষিকার রাগ ভাঙানোর চেষ্টা খুদে পড়ুয়ার। ছবি সৌজন্য টুইটার।
স্কুলে এক শিক্ষিকা চেয়ারে বসে আছেন। তার সামনে খুদে এক পড়ুয়া দাঁড়িয়ে। শিক্ষিকার হাত ধরে তাঁর রাগ ভাঙানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে ওই খুদে পড়ুয়াকে। ভিডিয়োটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি স্কুলের, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনেকের শৈশবের স্মৃতিকে উস্কে দিয়েছে এই ভিডিয়ো। শিক্ষক এবং খুদে পড়ুয়ার কথোপকথন মন জিতছে নেটাগরিকদের।
শিক্ষিকা: তোমার সঙ্গে কথা বলব না। আমি রাগ করেছি।
পড়ুয়া: ম্যাম, আমি আর দুষ্টুমি করব না। সত্যি বলছি।
শিক্ষিকা: তুমি বার বারই বলো, আমি আর করব না। কিন্তু আবার সেই দুষ্টুমি করো।
ऐसा स्कूल मेरे बचपन में क्यों नहीं था pic.twitter.com/uHkAhq0tNN
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) September 12, 2022
পড়ুয়া: আর করব না, ম্যাম। আর করব না।
শিক্ষিকা মুখ ঘুরিয়ে রাখেন। কিন্তু খুদে তাঁর কাছে গিয়ে আদর করে বলে, “আর করব না, করব না।”
শিক্ষিকা: প্রমিস, তুমি আর দুষ্টুমি করবে না?
পড়ুয়া: একদম। (এর পরই শিক্ষিকা তাঁর গালে খুঁদেকে চুমু দিতে বলে।) খুদে শিক্ষিকাকে চুমু দেয়, শিক্ষিকাও খুদেকে। তার পরই ভিডিয়োটি শেষ হয়ে যায়। তবে শিক্ষিকা-পড়ুয়ার এই কথোপকথনের ভিডিয়ো ইতিমধ্যেই অনেকের মন জিতে নিয়েছে। শেষেমেশ শিক্ষিকার রাগ ভাঙাতে সফল হয়েছে খুদে পড়ুয়া।
স্কুলে দুষ্টুমি করেনি এমন ছেলেমেয়ে খুঁজে পাওয়া ভার। সেই দুষ্টুমি করতে গিয়ে কখনও শিক্ষকের হাতে ধরা পড়ে মার খেয়েছে। কখনও শাস্তির মুখে পড়তে হয়েছে। প্রত্যেকেরই স্কুলজীবনের একটি স্মৃতি রয়েছে। স্কুলজীবন পেরিয়ে এসে সেই স্মৃতি এখনও অনেকে হাতড়ান। এই খুদে পড়ুয়ার ভিডিয়ো অনেকেরই শৈশবের স্মৃতিকে উস্কে দিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy