ইভিএম-ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল (ভিভিপ্যাট) সংক্রান্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনে। আসন্ন নির্বাচনে স্বচ্ছতার প্রশ্নে ঠিক কত শতাংশ ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মেশিনের ফলাফল যাচাই করা হবে, সেই সিদ্ধান্ত কমিশন ওই রিপোর্টের ভিত্তিতে নেবে।
ইভিএমে কারচুপির অভিযোগে গত কয়েক বছর ধরে সরব বিরোধীরা। স্বচ্ছতার প্রশ্নে ইভিএমের ফলাফলের সঙ্গে ভিভিপ্যাট-এর ফলাফলের মিল রয়েছে কি না, তা যাচাই করে দেখা শুরু করেছে কমিশন। বর্তমানে কোনও লোকসভা আসনের অন্তর্গত বিধানসভা কেন্দ্রের প্রতিটি আসনের একটি করে বুথকে নিরপেক্ষ ভাবে বেছে নিয়ে যাচাই করা হয়ে থাকে। কিন্তু বিরোধীদের দাবি, অন্তত পঞ্চাশ শতাংশ বুথে ওই পরীক্ষা করে দেখা হোক। সম্প্রতি ওই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। আগামী সোমবার শুনানি।
কমিশনের যুক্তি, প্রায় নব্বই কোটি ভোটাদাতার অর্ধেকের ভোট যদি মেলাতে হয়, তা হলে ভোট গণনা শেষ করতে অনেক সময় লাগবে। দেরি হবে ফল প্রকাশে। এই পরিস্থিতিতে ঠিক কত শতাংশ বুথে ইভিএম ও ভিভিপ্যাটের ফলাফলের তুলনা করা উচিত, তা খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয় আইএসআই-র দিল্লি শাখাকে। সেই রিপোর্ট জমা পড়েছে।
আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy